২০ লাখ টাকার সোনার গয়না ভর্তি ব্যাগ ফিরিয়ে দিলেন অটোচালক, পুরস্কৃত করল পুলিশ
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
হাতে সোনার গয়না ভর্তি ব্যাগ পেয়েও তা বিনা শর্তে ফিরিয়ে দিলেন নির্লোভ অটোচালক সারাভানা কুমার ।
#চেন্নাই: মিথ্যাচারের ইচ্ছা থাকলে তার পন্থা খুঁজে পেতে বেশি বেগ পেতে হয় না । কিন্তু সততার বিকল্প শুধুমাত্র সসতাই । সে কথা আরও একবার প্রমাণ করে দিলেন চেন্নাইয়ের এক দরিদ্র অটোচালক । হাতে সোনার গয়না ভর্তি ব্যাগ পেয়েও তা বিনা শর্তে ফিরিয়ে দিলেন নির্লোভ অটোচালক সারাভানা কুমার ।
ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের ক্রোমিপেত এলাকায় । মেয়ের বিয়ের গয়না সারাভানার অটোয় ফেলে এসেছিলেন এক ব্যক্তি । ব্যাগ-সহ প্রায় ২০ লাখ টাকার গয়না ফিরিয়ে দিলেন সারাভানা । পুলিশ সূত্রে খবর, পল ব্রাইট নামের ওই ব্যবসায়ী ক্রোমিপেত এলাকার বাসিন্দা । গত বুধবার তাঁর মেয়ের বিযে ছিল স্থানীয় একটি অনুষ্ঠান বাড়িতে । বিয়ে শেষে সেখান থেকে মেয়ের বিয়ের কিছু গয়না একটি ব্যাগে করে নিয়ে বাড়িতে ফিরছিলেন পল । গোটা রাস্তাটাই ফোনে কথা বলতে বলতে আসছিলেন তিনি । নামার সময় ভুলবশত গয়নার ব্যাগটি অটোতে রেখেই নেমে যান তিনি । অটোচালককে ভাড়া মিটিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ।
advertisement
এর কিছুক্ষণের মধ্যেই সারাভানা তাঁর অটোতে ওই ব্যাগটি দেখতে পান । ব্যাগের ভিতরে গয়না দেখে বুঝতে পারেন ওই ব্যক্তি ভুল করে কত বড় অঘটন ঘটিয়ে ফেলেছেন । সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তির খোঁজে ওই এলাকায় ফিরে আসেন সারাভানা । কিন্তু পলের মোবাইল নম্বর তাঁর কাছে ছিল না, পলের বাড়ির ঠিকানাও তাঁর অজানা । ফলে পল’কে খুঁজে পাননি সারাভানা । অন্যদিকে, গয়নার ব্যাগ হারিয়ে কান্নার রোল পড়ে যায় বিয়েবাড়িতে । সঙ্গে সঙ্গেই ক্রোমিপেত থানায় একটি মিসিং ডায়রি করেন তাঁরা । কিন্তু অটোর নং পুলিশকে বলতে ব্যর্থ হন পল ।
advertisement
advertisement
এরপরেই গয়নার ব্যাগের খোঁজে তল্লাশিতে নামে পুলিশ । যে রাস্তা দিয়ে পল বাড়ি ফিরেছেন তাঁর সিসিটিভি ফুটেজ জোগাড় করা হয় । অটোর নম্বর পাওয়া যায় । দেখা যায়, অটোটি সারাভানার বোনের নামে রেজিস্ট্রেশন করা রয়েছে । কিন্তু পুলিশ সারাভানার কাছে পৌঁছনোর আগেই গয়নার ব্যাগ সমেত থানায় এসে উপস্থিত হন ওই অটোচালক । সমস্ত গয়না নিজের হাতে পল’কে ফিরিয়ে দেন তিনি । আবেগে, কান্নায় ভেঙে পড়েন পল ।
advertisement
পুলিশের তরফে ওই সততার জন্য পুরস্কৃত করা হয় সারাভানা কুমারকে ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 30, 2021 10:51 AM IST