Divorce Case: পরকীয়ায় জড়িত স্ত্রী খোরপোষ পাওয়ার যোগ্য নন, স্বামীর আবেদনে নির্দেশ দিল হাইকোর্ট

Last Updated:

ওই মহিলার স্বামী পারিবারিক আদালতে অভিযোগ করেন, তাঁরই ভাইয়ের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তাঁর স্ত্রী৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
রায়পুর: পরকীয়ার জড়িত থাকা কোনও স্ত্রী বিবাহবিচ্ছেদের পর খোরপোষ পাওয়ার অধিকারী নন৷ এমনই নির্দেশ দিল ছত্তীসগড় হাইকোর্ট৷ পারিবারিক আদালতের নির্দেশকে খারিজ করে দিয়ে এই রায় দিয়েছে হাইকোর্ট৷
এই মামলায় দুটি পৃথক পৃথক আবেদন করেছিলেন বিবাদমান স্বামী এবং স্ত্রী৷৷ স্বামী নিম্ন আদালতের খোরপোষ দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন৷ অন্যদিকে হাইকোর্টে আবেদন করে খোরপোষের পরিমাণ বৃদ্ধির আর্জি জানিয়েছিলেন স্ত্রী৷
advertisement
জানা গিয়েছে, ২০১৯ সালে ওই দম্পতির বিয়ে হয়৷ কিন্তু বিয়ের পর থেকেই স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যরা তাঁর উপরে মানসিক নির্যাতন করছেন, এই অভিযোগ তুলে ২০২১ সালের মার্চ মাসে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন ওই তরুণী৷ রায়পুরের পারিবারিক আদালতে আর্জি জানিয়ে স্বামীর থেকে মাসিক ২০ হাজার টাকা করে খোরপোষ দাবি করেন তিনি৷ স্ত্রী দাবি করেন, স্বামীর সরকারি চাকরি ছাড়াও একাধিক উৎস থেকে আয় রয়েছে৷
advertisement
যদিও ওই মহিলার স্বামী পারিবারিক আদালতে অভিযোগ করেন, তাঁরই ভাইয়ের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তাঁর স্ত্রী৷ পরকীয়ার এই অভিযোগকে ভিত্তি করেই ডিভোর্সের মামলা করেন মহিলার স্বামী৷ সেই দাবি মেনে নিয়েই ওই দম্পতির বিবাহবিচ্ছেদে সম্মতি দেয় পারিবারিক আদালত৷ তবে একই সঙ্গে স্ত্রীকে মাসিক চার হাজার টাকা করে খোরপোষ দেওয়ারও নির্দেশ দেয়৷
advertisement
যদিও নিম্ন আদালতের এই নির্দেশকেই ভুল বলে খারিজ করে দেয় ছত্তীসগড় হাইকোর্ট৷ বিচারপতি অরবিন্দ কুমার ভার্মা জানিয়ে দেন, খোরপোষ পাওয়ার কোনও যোগ্যতাই নেই ওই মহিলার৷ কারণ সিআরপিসি-র ১২৫(৪) ধারা অনুযায়ী, পরকীয়ায় জড়িত কোনও স্ত্রী স্বামীর কাছ থেকে কোনও খোরপোষ পাওয়ার অধিকারী নন৷
ওই মহিলা হাইকোর্টে দাবি করেন, তিনি এখন আর কোনও পরকীয়া সম্পর্কে জড়িত নন৷ ফলে তিনি খোরপোষ পাওয়ার অধিকারী৷ যদিও সেই যুক্তি খারিজ করে দেন বিচারপতি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Divorce Case: পরকীয়ায় জড়িত স্ত্রী খোরপোষ পাওয়ার যোগ্য নন, স্বামীর আবেদনে নির্দেশ দিল হাইকোর্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement