দিল্লি হিংসায় চার্জশিট, ইচ্ছাকৃতভাবে উস্কেছিল তাহির হুসেন, আইবি আধিকারিক অঙ্কিত শর্মাকে ৫১ বার ছুরি মারা হয়েছিল

Last Updated:

কীভাবে ছড়ানো হয়েছিল নক্কারজনক সাম্প্রদায়িক হিংসা পুলিশ তার চার্জশিট দিল

#নয়াদিল্লি: দিল্লি হিংসার ঘটনায় পুলিশ বুধবার আদালতে নিজেদের চার্জশিট পেশ করেছে ৷ এই চার্জশিট অনুযায়ী , ‘অভিযুক্ত তাহির হুসেন ২৪ ও ২৫ ফেব্রুয়ারি নিজের বাড়ি ও চাঁদবাগ পুলিয়া -র মসজিদ থেকে এই ভিড়কে নেতৃত্ব দিয়েছিল ৷ পাশাপাশি এটাকে সাম্প্রদায়িক রঙ দিয়েছে ৷ ’পুলিশ জানিয়েছে আইবি -র আধিকারিক অঙ্কিত শর্মার পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী তাঁকে ৫১ বার ছুরি মারা হয়েছিল ৷ তাহির হুসেনের বাড়ির কিছু দূরের নর্দমায় পড়ে ছিল তাঁর রক্তাক্ত মৃতদেহ ৷
চার্জশিট অনুযায়ী তাহির হুসেন হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের উস্কে ছিল ৷ সে বলেছিল হিন্দুরা ইতিমধ্যেই কিছু মুসলিমকে মেরে দিয়েছে ৷ সে আরও বলেছিল শেরপুর চৌকে তাদের দোকানেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, তাই কোনও হিন্দুকে ছাড়া যাবে না ৷ তার উস্কানিতে মুসলমানরা ২৪ ও ২৫ তারিখ নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে আক্রমণ শুরু করে ৷ তারা পেট্রোল বোমা ছুঁড়তে শুরু করে, দোকানে আগুন লাগিয়ে দেয় ৷ পাশাপাশি হিন্দুদের দেখে পাথর ছুঁড়তে শুরু করে ৷
advertisement
পুলিশের দেওয়া চার্জশিটে আরও জানানো হয়েছে , আম আদমি পার্টির পদাধিকারি তাহির হুসেনের লক লোকেশন ট্র্যাক করা হয়েছে, সেখানে দেখা গেছে জামা মসজিদ, ও উত্তর পূর্ব দিল্লি-র মুঙ্গানগরে পাওয়া গেছে ৷ তারা জানিয়েছে এর থেকেই তাহির হুসেনের উদ্দেশ্য বোঝা গেছে ৷ মুঙ্গানগর ২৫ ফেব্রুয়ারি আইবি আধিকারিক অঙ্কিত শর্মার বর্বরভাবে হত্যা করা হয়েছে৷ এরপর এই এলাকায় দেদার লুঠপাঠ শুরু হয় ৷ হিন্দুদের ওপর শুরু হয় অত্যাচার ৷
advertisement
advertisement
নিজের পরিবারকে মুস্তাফাবাদ পাঠিয়ে দিয়ে নিজে বাড়িতে ছিল তাহির হুসেন ৷ জানা গেছে শর্মাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়, তারপর তাকে অসংখ্যবার ছুরি মেরে তাঁকে নালায় ফেলে দেওয়া হয় ৷ ফেব্রুয়ারি মাসে দিল্লি হিংসার অন্যতম অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছে তাহির হুসেন ৷ এই সময়ে নিজের পরিবারকে নিজেদের পৈতৃক বাড়িতে পাঠিয়ে দিয়ে তাহির দিল্লিতে থেকে হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের সংঘবদ্ধ করে তাদের উস্কেছিল ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লি হিংসায় চার্জশিট, ইচ্ছাকৃতভাবে উস্কেছিল তাহির হুসেন, আইবি আধিকারিক অঙ্কিত শর্মাকে ৫১ বার ছুরি মারা হয়েছিল
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement