কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল আনতে চলেছেন নমো

Last Updated:

বড়সড় বদল আসতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রীসভায় ৷ অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি সমোলচকদের মুখ বন্ধ করতে এবার কেন্দ্রে হেভিওয়েট মন্ত্রীদেরই দফতর বদল করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই তালিকায় রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং প্রতিরক্ষা মন্ত্রী মহোহর পারিক্করের নামও ৷

#নয়াদিল্লি:   বড়সড় বদল আসতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রীসভায় ৷ অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি সমোলচকদের মুখ বন্ধ করতে এবার কেন্দ্রে হেভিওয়েট মন্ত্রীদেরই দফতর বদল করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই তালিকায় রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং প্রতিরক্ষা মন্ত্রী মহোহর পারিক্করের নামও ৷ সূত্রের খবর, পারিক্করের কাজে সন্তুষ্ট নন মোদি ৷ তাই তাঁকে সরিয়ে প্রতিরক্ষা দফতরের দায়িত্ব এবার দেওয়া হবে জেটলিকে ৷ এদিক কেন্দ্রীয় কয়লা এবং বিদ্যুৎমন্ত্রী পীযূশ গোয়েলের আবার ‘প্রমোশন’ হতে চলেছে ৷ জেটলির বদলে তাঁকেই এবার অর্থমন্ত্রকের দায়িত্ব দিতে চলেছেন প্রধানমন্ত্রী বলে সূত্রের খবর ৷ রাজনীতিতে খুব বেশি অভিজ্ঞতাসম্পন্ন না হলেও গোয়েল একজন দক্ষ কমিউনিকেটর এবং মোদির যথেষ্ট আস্থাভাজনও ৷দিল্লি এবং বিহার বিধানসভা ভোটে বড়সড় ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির৷ ২০১৭ সালে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন৷ এই নির্বাচন বিজেপি’র কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ২০১৯ সালের মধ্যে সারা দেশে ক্ষমতা বিস্তার করতে হলে উত্তর প্রদেশের নির্বাচনই হবে বিজেপি-র টার্নিং পয়েন্ট৷তাই এই অবস্থায় মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ পদগুলি সামলাতে এখন তরুণদের উপরই বেশি আস্থা রাখছেন প্রধানমন্ত্রী মোদি ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল আনতে চলেছেন নমো
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement