Chandrayaan-3: চন্দ্রযান-৩ এর হাত ধরে চিনকে ছাপিয়ে গেল ভারত! দেখে নিন চাঁদকে আরও কাছ থেকে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
চন্দ্রযান-৩-এর তোলা ছবিগুলি ইতিমধ্যেই সাড়া ফেলেছে৷ সেই সঙ্গে চিনকে ছাপিয়ে নতুন রেকর্ডও তৈরি করল ভারত৷
সফল ভাবেই এগিয়ে চলেছে চন্দ্রযান-৩৷ চাঁদের এক্কেবারে কাছে পোঁছেছে চন্দ্রযান৷ বেশ কিছু অসাধারণ ছবি তুলে পাঠিয়েছে৷ চাঁদের মাটিতে এখনও পা না রাখলেও চাঁদের পৃষ্ঠের খুব কাছ থেকে চন্দ্রযান-৩-এর তোলা ছবিগুলি ইতিমধ্যেই সাড়া ফেলেছে৷ সেই সঙ্গে চিনকে ছাপিয়ে নতুন রেকর্ডও তৈরি করল ভারত৷
চাঁদের মাটিতে পৌঁছানোর আর মাত্র কয়েকটি ধাপ বাকি৷ আগামী ২৩ অগাস্ট চাঁদের মাটিতে পা রাখবে ইন্ডিয়ান স্পেস রিসার্চঅর্গানাইজেশন(ইসরো)-এর নির্মিত চন্দ্রযান৷ আপাতত প্রথম ডি-বুস্টিং অপারেশন সম্পূর্ণ হয়েছে৷
advertisement
চন্দ্রযান-৩ এর ল্যান্ডার ‘বিক্রম’ সফলভাবে মহাকাশযান থেকে আলাদা হয়েছে৷ ২০ অগাস্ট দুপুর ২ টো নাগাদ দ্বিতীয় পর্যায়ের ডি-বুস্টিং হবে৷ তবে চাঁদে অবতরণ করার আগে থেকেই চাঁদের ছবি তোলার কাজ শুরু করে দিয়েছে চন্দ্রযান-৩৷
advertisement
চন্দ্রযান-৩ মহাকাশ যাত্রায় ভারতকে কয়েকধাপ এগিয়ে দিয়েছে৷ চিনকে ছাপিয়ে এইমুহূর্তে ভারতের তিনটি ‘স্পেসক্রাফ্ট’ বা মহাকাশযান চাঁদকে প্রদক্ষিণ করছে৷ সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী চন্দ্রযান ২ আংশিক সফল৷ তাই চাঁদের কক্ষপথে এখনও কাজ করে চলেছে চন্দ্রযান ২৷
আরও পড়ুন: চাঁদের একগুচ্ছ ছবি পাঠাল ল্যান্ডার ‘বিক্রম’, হল সফল ডি-বুস্টিং, স্বাস্থ্যও ভাল বলছেন বিজ্ঞানীরা
advertisement
শুক্রবার বিকেল ৪টে নাগাদ চাঁদের কক্ষপথে আরও একধাপ নামবে ল্যান্ডার মডিউলটি। তারপর সেই কক্ষপথ থেকে, আগামী ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফ্ট ল্যান্ডিংয়ের চেষ্টা করবে ল্যান্ডার। প্রসঙ্গত, গতবার চন্দ্রযান ২ ঠিক এই সময়ই নামার সময় সমস্যার মুখে পড়েছিল। চন্দ্রপৃষ্ঠে ক্র্যাশ ল্যান্ডিংয়ে নষ্ট হয়ে যায় চন্দ্রযান-২ এর ল্যান্ডারটি৷ আপাতত অধীর আগ্রহে গোটা দেশবাসী সেই মাহেন্দ্রক্ষণের জন্য যখন চাঁদের মাটিতে পা রাখবে চন্দ্রযান-৩৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 19, 2023 10:28 AM IST