Chandigarh: পথ কুকুরদের খাবার খাওয়াচ্ছিল তরুণী, হঠাৎই পিছন থেকে গাড়ির ধাক্কা! দেখুন হাড়হিম করা ভিডিও
- Published by:Satabdi Adhikary
Last Updated:
শনিবার অন্যান্য দিনের মতোই বাড়ির সামনে থাকা রাস্তার কুকুরদের খাবার দিচ্ছিলেন বছর পঁচিশের তেজস্বীতা
চণ্ডীগড়: ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল চণ্ডীগড়। পথ কুকুরদের খাওয়ানোর সময় তরুণী গাড়ির ধাক্কা। প্রকাশ্যে হাড়হিম করা সিসিটিভি ফুটেজ।
শনিবার অন্যান্য দিনের মতোই বাড়ির সামনে থাকা রাস্তার কুকুরদের খাবার দিচ্ছিলেন বছর পঁচিশের তেজস্বীতা। সঙ্গে তাঁর মা-ও ছিলেন।
আরও পড়ুন, 'তখনও দুজন বেঁচে ছিল'! ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন প্রত্যক্ষদর্শী, প্রশ্নের মুখে 'চিনের' তৈরি বিমানবন্দর
advertisement
অভিযোগ, সেই সময় রাস্তার উল্টোদিকের লেন দিয়ে একটি এসইউভি গাড়ি আসছিল। হঠাৎই তেজস্বীতাদের বাড়ির সামনে গাড়ি ঘোরাতে শুরু করেন সেই গাড়ির চালক। গাড়ি ঘোরানোর সময়ে কোনও রকম ডান-বাম পিছন না দেখে তেজস্বীতাকে ধাক্কা মারে সে। যন্ত্রণায় কঁকিয়ে ওঠে বছর পঁচিশের তরুণী।
advertisement
আরও পড়ুন: স্বামীর মতোই বিমান দুর্ঘটনায় মৃত্য়ু, মাত্র দশ সেকেন্ডের জন্য় স্বপ্নপূরণ হল না কো-পাইলট অঞ্জুর
চোখের সামনে এই দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন তেজস্বীতার মা। জানান, শুনসান রাস্তায় তাঁর চিৎকার শুনে কেউ এগিয়ে আসেনি। গড়িটি নিয়ে পালিয়ে যায় চালকও। পরে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেন তেজস্বীতার মা।
advertisement
বর্তমানে চণ্ডীগড়ের হাসপাতালে তেজস্বীতার চিকিৎসা চলছে। তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে। তবে তেজস্বীতার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে তাঁর পরিবার।
পুলিশ ওই এসইউভি গাড়ি ও তার চালকের খোঁজ করছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Chandigarh
First Published :
January 16, 2023 2:18 PM IST