#নয়াদিল্লি: রাজধানীতে আবারও অশান্তির আগুন। উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকা রণক্ষেত্র। মৃতের সংখ্যা চার থেকে বেড়ে ১১। অশান্তি কমার বদলে ক্রমাগত বেড়েই চলেছে ৷ হিংসা প্রভাবিত দিল্লির চার এলাকায় কার্ফু জারির খবর এলেও পরে সে খবরকে ভ্রান্ত বলে দাবি পুলিশের ৷ নর্থ-ইস্ট দিল্লির করাবল নগর, মৌজপুর, চাঁদবাগ ও বাবরপুরে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা ৷
হিংসায় জখম কম করে ১৫০ জন ৷ এখনও পর্যন্ত ৫৬ জন আধাসেনা আহত হয়েছে বলে খবর ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন ৩৫ কোম্পানি আধাসেনা মোতােয়েন৷ মার্কিন প্রেসিডেন্টের সফরের মাঝেই দিল্লিতে হিংসার আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে পুলিশ। শান্তি ফেরাতে সেনা নামানোর আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের। সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন MIM-এর নেতা আসাদুদ্দিন ওয়াইসিও। যদিও সেনা নামানোর সম্ভাবনা উড়িয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anti CAA, CAA, Clash over CAA issue, Death Toll, Delhi Clash, Delhi Violence