Jharkhand Political Crisis: ঝাড়খণ্ডের জেএমএম বিধায়করা গেলেন হায়দরাবাদে, রাজ্যপাল শপথে ডাকবেন কাল?

Last Updated:

Jharkhand Political Crisis: বৃহস্পতিবার রাতেই জেএমএম-এর ৩৮ জন বিধায়ককে হায়দরাবাদে নিয়ে যাওয়া হচ্ছে৷ সেখানেই থাকবেন তাঁরা৷

রাঁচি: ঝাড়খন্ডের রাজনৈতিক মানচিত্রে নাটক চলছেই৷ কয়েকদিন আগে বিহারের রাজনৈতিক সমীকরণের আমূল পরিবর্তন হয়৷ তার পরেই এ বার ঝাড়খন্ড৷ সে রাজ্যে হেমন্ত সরেন গ্রেফতার হওয়ার পরেই চম্পই সরেন মুখ্যমন্ত্রী হওয়ার কথা৷ সেই বিষয়েই এবার আরও সতর্ক থাকতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে জেএমএম৷ বৃহস্পতিবার রাতেই জেএমএম-এর ৩৮ জন বিধায়ককে হায়দরাবাদে নিয়ে যাওয়া হচ্ছে৷ সেখানেই থাকবেন তাঁরা৷
জেএমএম জোটের দলনেতা চম্পই সরেন বিধায়কদের নিয়ে সে রাজ্যের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকে সরকার গঠন করার দাবি জানাতে যান৷ সেখানে তিনি যত দ্রুত সম্ভব শপথগ্রহণ অনুষ্ঠান করার জন্য আবেদন জানান৷ চম্পই সরেনের সঙ্গে ছিলেন আরজেডি-এর বিধায়ক, সিপিআইএম-এল-এর দুই বিধায়কও৷
advertisement
ঝাড়খন্ডে ঠিক কী পরিস্থিতি হবে, তা এখনও স্পষ্ট নয়৷ যদিও, কোনও কোনও সূত্রের খবর, রাজ্যপাল এখনই শপথগ্রহণের অনুষ্ঠান করতে চাইছেন না৷ তিনি চম্পই সরেনের দাবি আপাতত বিবেচনায় রাখলেও স্পষ্ট করে নতুন সরকার গঠনের দিনক্ষণ ঘোষণা করেননি রাজ্যপাল৷ আবার অন্য সূত্র বলছেন, নতুন সরকার গঠনের জন্য শুক্রবারই বিধায়কদের ডাকতে পারেন রাজ্যপাল৷ সব মিলিয়ে বিষয়টি এখনও স্পষ্ট নয়৷
বাংলা খবর/ খবর/দেশ/
Jharkhand Political Crisis: ঝাড়খণ্ডের জেএমএম বিধায়করা গেলেন হায়দরাবাদে, রাজ্যপাল শপথে ডাকবেন কাল?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement