ব্যবসা সামলাতে ঋণ চেয়েছিলেন গরীব চা-ওয়ালা, উল্টে তাঁর কাঁধে ৫০ কোটির ঋণের বোঝা চাপাল ব্যাঙ্ক!
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
কী ভাবে, কেন তাঁর সঙ্গে এই অঘটন ঘটল বুঝতেই পারছেন না গরীব ওই চা-ওয়ালা ।
#গুরুগ্রাম: করোনা পরিস্থিতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা । দীর্ঘ লকডাউনে তাঁদের ব্যবসা লাটে ওঠার জোগাড় । কোনওমতে সংসার সামলাতে কালঘাম ছুটছে তাঁদের ।
সে কারণেই ব্যাঙ্কে ঋণের আবেদন করেছিলেন হরিয়ানার গুরুগ্রামের কুরুক্ষেত্রের এক চা বিক্রেতা । কিন্তু লোন তো তিনি পেলেনই না উল্টে তাঁর মাথায় চাপানো হল ৫০ কোটি টাকার ঋণের বোঝা । কী ভাবে, কেন তাঁর সঙ্গে এই অঘটন ঘটল বুঝতেই পারছেন না গরীব ওই চা-ওয়ালা ।
Haryana: Rajkumar, a tea seller in Kurukshetra claims he owes Rs50 crores to banks without even taking a loan. Says, "I had applied for a loan as my financial situation is dire due to COVID. Bank rejected it saying I already have debt of Rs 50 cr, don't know how it is possible." pic.twitter.com/BhTStsIwiy
— ANI (@ANI) July 22, 2020
advertisement
advertisement
প্রয়োজনের তাগিদেই ঋণ নেওয়ার কথা ভেবেছিলেন রাজকুমার নামের ওই চা বিক্রেতা । কিন্তু ব্যাঙ্ক তাঁকে ঋণ তো দেয়ই না । উল্টে জানানো হয়, আগে তাঁর নেওয়া ৫০ কোটির ঋণই তিনি এখনও শোধ করেননি । সেই টাকা আগে শোধ করলে তবেই নতুন ঋণের আবেদন করতে পারবেন তিনি । রাজকুমারের কথায়, "আর্থিক অনটনের কারণেই ব্যঙ্কে ঋণের আবেদন করেছিলাম। ব্যাঙ্ক জানালো আমি নাকি আগেই ৫০কোটি টাকার ঋণ নিয়ে রেখেছি। কী করে এটা সম্ভব হল জানি না।"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 24, 2020 11:23 AM IST