বাতিল ৫০০ ও ১০০০-এর নোট নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের

Last Updated:

বাতিল ৫০০ ও ১০০০-এর নোট নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের

#নয়াদিল্লি: নোট বাতিলের বর্ষপূর্তির ঠিক আগেই ফের বাতিল নোট নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷ বাতিল ৫০০ ও ১০০০-এর নোট এখনও কারোর কাছে থাকলে তার বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হবে না বলে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র ৷
সুধা মিশ্র নামে এক মহিলার দায়ের করা মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালতে এই অবস্থান স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার ৷ একইসঙ্গে বাতিল নোট জমা দিতে না পারায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা ১৪ জন আবেদনকারীকে সাংবিধানিক বেঞ্চে যাওয়ার অনুমতি দিল শীর্ষ আদালত ৷
এর আগে কেন্দ্র অর্ডিন্যান্স জারি করে জানায়, ৩১ মার্চ ২০১৭-এর পর বাতিল নোটে লেনদেনে চার বছরের জেল ও বাতিল নোটের পাঁচগুণ জরিমানা হবে ৷
advertisement
advertisement
সময়সীমা শেষ হয়ে গেলেও অনেকেই রয়েছেন যাদের কাছে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট রয়ে গিয়েছে ৷ প্রবীণ নাগরিকরা অনেকেই ব্যাঙ্কে লম্বা লাইন দিয়ে বদলাতে পারেননি নোট ৷ বিভিন্ন কারণে এরকম অনেকেই রয়েছেন যাদের কাছে ৫০০ ও ১০০০ টাকার নোট রয়ে গিয়েছে ৷ কেন্দ্রের অর্ডিন্যান্সের ফলে বিপদে পড়েছিলেন অনেকে ৷
advertisement
তেমনি এক বিপদগ্রস্থ নাগরিক হলেন সুধা মিশ্র ৷ নোট বাতিলের সময় তিনি গর্ভবতী ছিলেন ৷ ২০১৬ সালের ৪ নভেম্বর তাঁর সন্তান জন্ম নেন ৷ শিশু জন্ম নেওয়ার পর ভীষণ অসুস্থ হয়ে পড়েন সুধা ৷ অসুস্থতার কারণে নির্ধারিত সময়সীমা ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্ত বাতিল নোট তিনি জমা দিতে পারেননি ৷ তাঁর কাছে রয়ে যাওয়া বাতিল ১০০০ ও ৫০০ টাকার নোট গুলি জমা দেওয়ার জন্য তিনি দ্বারস্থ হন শীর্ষ আদালতের ৷ তিনি আবেদন করেন, কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্ককে বাতিল নোট জমা নেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হোক ৷
advertisement
সেই মামলার শুনানিতেই এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, বাতিল নোট জমা দিতে না পারার জন্য কোনও আইনি ব্যবস্থা নেওয়া হবে না ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাতিল ৫০০ ও ১০০০-এর নোট নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement