রামনবমী ঘিরে অগ্নিগর্ভ রাজ্য, রিপোর্ট চাইল কেন্দ্র

Last Updated:

অশান্তির আবহে ঢেকে গিয়েছে উৎসবের আমেজ ৷ রামনবমী অনুষ্ঠানের পর কেটে গিয়েছে দু’দিন ৷ কিন্তু এখনও রামনবমী উপলক্ষ্যে মিছিল ঘিরে অগ্নিগর্ভ বেশ কয়েকটি জায়গা ৷

#নয়াদিল্লি: অশান্তির আবহে ঢেকে গিয়েছে উৎসবের আমেজ ৷ রামনবমী অনুষ্ঠানের পর কেটে গিয়েছে দু’দিন ৷ কিন্তু এখনও রামনবমী উপলক্ষ্যে মিছিল ঘিরে অগ্নিগর্ভ বেশ কয়েকটি জায়গা ৷ রামনবমী অনুষ্ঠান ঘিরে এই অশান্তির জেরেই এবার রাজ্যের কাছে রিপোর্ট চাইল কেন্দ্র ৷
পাশাপাশি, রামনবমী উপলক্ষ্যে রাজ্যজুড়ে বেড়ে চলা অশান্তি রুখতে রাজ্যকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র ৷ উত্তেজনা প্রবণ এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র ৷ একইসঙ্গে প্রয়োজনে কেন্দ্রের তরফে রাজ্যকে অতিরিক্ত নিরাপত্তাও দেবে কেন্দ্র ৷ এমনকী, রাজ্যকে আধাসেনাও পাঠাবে কেন্দ্র ৷
সোমবার রামনবমী উপলক্ষ্যে রানিগঞ্জ উত্তপ্ত হয়ে ওঠে ৷ বোমার আঘাতে গুরুতর জখম হন ডিসি ৷ অন্যদিকে, পুরুলিয়ায় মিছিলে পিস্তল, কান্দিতে থানা চত্বরে সশস্ত্র মিছিল। যে উৎসবের কথা এতদিন এরাজ্যে অনেকে টেরই পেতেন না, সেই রামনবমী ঘিরেই এবার উত্তপ্ত বাংলা। বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে গোষ্ঠী সংঘর্ষের ছবি।
advertisement
advertisement
সংঘর্ষের পাশাপাশি অস্ত্র মিছিল ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে ৷ লকেট চট্টোপাধ্যায় এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ৷ রামনবমীকে হাতিয়ার করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ময়দানে নেমেছে সিপিএমও ৷ যার জেরে শাসক এবং বিরোধী দলগুলির মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রামনবমী ঘিরে অগ্নিগর্ভ রাজ্য, রিপোর্ট চাইল কেন্দ্র
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement