#নয়াদিল্লি: চাঁদে নামার সময় চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রমের যে গতিবেগ থাকার কথা ছিল সেটিতে বদল হয়ে যাওয়ায় নির্দিষ্ট জায়গায় ল্যান্ডিং করতে পারেনি বিক্রম ৷ বুধবার লোকসভায় চন্দ্রযান ২ এর ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠলে তার উত্তরে এটা জানায় প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। মহাকাশ বিভাগের দায়িত্ব থাকা জিতেন্দ্র সিং আরও জানান গতিবেগে বদলের জেরে নির্দিষ্ট জায়গার থেকে ৫০০ মিটার দূরে হার্ড ল্যান্ড করে বিক্রম ৷
পার্লামেন্টে তিনি জানান অবতরণের প্রথম পর্যায়ে চাঁদের ওপরে ৩০ কিলোমিটার উচ্চতা থেকে ৭.৪ কিলোমিটার উচ্চতায় নেমে আসে বিক্রম। সেই সময় সব ঠিক ছিল ৷ এরপর গতিবেগ সেকেন্ডে ১৬৮৩ মিটার থেকে কমে প্রতি সেকেন্ডে ১৪৬ মিটার হয়ে যায় ৷
দ্বিতীয় পর্যায়ে সময় দেখা দেয় কারণ নির্দিষ্ট গতিবেগের থেকে বেশি কমে যায় বিক্রমের গতিবেগ ৷ ফাইন ব্রেকিং ফেস আগেই কার্যকর হয়ে যায় এবং নির্দিষ্ট জায়গার থেকে ৫০০ মিটার দূরে হার্ড ল্যান্ডিং করে বিক্রম ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Centre, Chandrayaan-2, Vikram