ফোনে সঞ্চার সাথীর 'প্রি ইন্সটল'-এর নির্দেশ বাতিল, প্রবল বিতর্কের মাঝে সিদ্ধান্ত কেন্দ্রের!

Last Updated:

বহু বিতর্কের পরে অবশেষে পিছু হটল কেন্দ্রীয় সরকার, সঞ্চার সাথী অ্যাপ মোবাইল ফোনে 'প্রি ইন্সটল' করার যে নির্দেশিকা জারি করা হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হল।

সিদ্ধান্ত বদল করল কেন্দ্র
সিদ্ধান্ত বদল করল কেন্দ্র
নয়াদিল্লি: বহু বিতর্কের পরে অবশেষে সিদ্ধান্ত বদল করল কেন্দ্রীয় সরকার, সঞ্চার সাথী অ্যাপ মোবাইল ফোনে ‘প্রি ইন্সটল’ করার যে নির্দেশিকা জারি করা হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হল।
এই সিদ্ধান্ত সামনে আসে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া লোকসভায় বক্তব্য পেশ করার কিছু পরেই। তিনি বক্তব্য পেশ করতে গিয়ে জানিয়েছিলেন ওই অ্যাপ দিয়ে কোনওভাবেই ‘স্নুপিং’ বা ‘আড়িপাতা’ সম্ভব নয়। এই সঞ্চার সাথী ঘিরে আগেই বিতর্কের সৃষ্টি হয়েছিল কারণ, কেন্দ্রের নির্দেশিকা অনুসারে প্রতিটি ফোন প্রস্তুতকারী সংস্থাকেই নির্দেশ দেওয়া হয়েছিল প্রতিটি স্মার্টফোনে এই অ্যাপ বাধ্যতামূলক ভাবে রাখতেই হবে।
advertisement
কেন এই সঞ্চার সাথী ফোনে রাখতে চেয়েছিল কেন্দ্র?
advertisement
কেন্দ্রের মত ছিল সাইবার সুরক্ষা প্রতি এই সঞ্চার সাথী অ্যাপ প্রতিটি নাগরিককেই সুরক্ষা প্রদান করবে। প্রি ইন্সটল করা এই সঞ্চার সাথী অ্যাপ প্রতিটি স্মার্টফোনেই থাকবে। যা সাইবার দুনিয়ায় প্রতিটি নাগরিককে সুরক্ষা প্রদান করবে।
এই সঞ্চার সাথী অ্যাপে ‘জন ভাগীদারি’-এর কথা বলা হয়। অর্থাৎ কোনও ধরনের অসংগতি ধরা পড়লে এই অ্যাপের মাধ্যমেই তা ধরা পড়বে। আর এই অ্যাপ যে কেউ যখন খুশি ফোন থেকে সরিয়ে দিতে পারবেন।
advertisement
কেন্দ্র সূত্রে খবর, এই অ্যাপ ডাউনলোড করার পরে এখনও পর্যন্ত মোট ১ কোটি ৪ লক্ষ মানুষ। আর এই অ্যাপ থেকে দৈনিক ২০০০-এর উপর অভিযোগ দাখিল হয়েছে বলে জানিয়েছিল কেন্দ্র।
কিন্তু, বিরোধীদের পক্ষ থেকে বারংবার জানানো হচ্ছিল এই অ্যাপের মাধ্যমে ‘আড়িপাতা’ সম্ভব এমনকি ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন। এই বিতর্কের মাঝেই শেষে পিছু হটল কেন্দ্র।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফোনে সঞ্চার সাথীর 'প্রি ইন্সটল'-এর নির্দেশ বাতিল, প্রবল বিতর্কের মাঝে সিদ্ধান্ত কেন্দ্রের!
Next Article
advertisement
West Bengal Weather Update: ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
  • ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে

  • কতটা নামবে পারদ?

  • সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
advertisement