উত্তরাখণ্ডে আস্থাভোটে জয়ী হরিশ রাওয়াত
Last Updated:
উত্তরাখণ্ডে আস্থাভোটে জয়ী হলেন হরিশ রাওয়াত ৷ সুপ্রিম কোর্টকে জানালেন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি ৷ রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করছে কেন্দ্র ৷ ফের মুখ্যমন্ত্রী পদে ফিরছেন হরিশ রাওয়াতই ৷ হরিশ রাওয়াতের সরকারের দখলে ৩৩ ভোট ৷ ভোট দিয়েছিলেন ৬১ জন ৷ আস্থাভোট জয়ী হওয়ার পর কংগ্রেস সহ-সভাপতি তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন,‘গণতন্ত্রের জয় হল উত্তরাখণ্ডে ৷ ওরা সবচেয়ে খারাপ জিনিস করেছিল ৷ আমরা সবচেয়ে ভালো জিনিস করে দেখালাম ৷’
#নয়াদিল্লি: উত্তরাখণ্ডের রাজনীতিতে ফের নিজের যোগ্যতা প্রমাণ করে হরিশ রাওয়াত। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে ফিরলেন হরিশ রাওয়াত ৷ উত্তরাখণ্ডে আস্থাভোটে জয়ী হলেন হরিশ রাওয়াত ৷ সুপ্রিম কোর্টকে বুধবার এমনটাই জানালেন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি ৷ উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন
প্রত্যাহারের সুপারিশ কেন্দ্রীয় মন্ত্রিসভার ৷ ফের মুখ্যমন্ত্রী পদে ফিরছেন হরিশ রাওয়াতই ৷ হরিশ রাওয়াতের সরকারের দখলে ৩৩টি ভোট ৷ ভোট দিয়েছিলেন ৬১ জন ৷ আস্থাভোট জয়ী হওয়ার পর কংগ্রেস সহ-সভাপতি তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘গণতন্ত্রের জয় হল উত্তরাখণ্ডে ৷ ওরা সবচেয়ে খারাপ জিনিস করেছিল ৷ আমরা সবচেয়ে ভালো জিনিস করে দেখালাম ৷’ অন্যদিকে, অবশ্য আস্থা ভোট সম্পন্ন হওয়ার পর বিজেপি বিধায়ক গণেশ জোশি অভিযোগ করেন, ‘টাকার খেলায় জিতেছে কংগ্রেস’ ৷
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 11, 2016 12:42 PM IST