Waqf Amendment Bill: ওয়াকফ সম্পত্তি নিয়ে এবার বড় সিদ্ধান্ত! পোর্টাল UMEED...সময় দেবে ৬ মাস, তারপরই...

Last Updated:

২০২৫, ৫ এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন পেয়েছে ওয়াকফ (সংশোধনী) বিল৷ উভয় সংসদে তীব্র বিতর্কের পরে তা পাস হয়েছিল।

News18
News18
নয়াদিল্লি: কেন্দ্রের ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল-জবাব চলছে৷ তারমধ্যেই ওয়াকফ নিয়ে নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ সূত্র মারফত জানা যাচ্ছে, চলতি মাসের ৬ তারিখ, অর্থাৎ, ৬ জুনই ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত নতুন পোর্টাল আনতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ নাম UMEED portal৷ UMEED -এর পুরো কথা হল Unified Waqf Management, Empowerment, Efficiency, and Development৷ জানা গিয়েছে, পোর্টাল লঞ্চ হওয়ার ৬ মাসের মধ্যেই সেখানে ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করে ফেলতে হবে৷
মহিলাদের নামে কোনও সম্পত্তি থাকলেই তাকে ওয়াকফ সম্পত্তি বলা যাবে না৷ অন্যদিকে, যে কোনও ওয়াকফ সম্পত্তি মহিলা এবং দরিদ্রদের নামেই থাকতে হবে৷ এছাড়া, সম্পত্তির পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে হবে পোর্টালে, কতটা সম্পত্তি, কোথায় রয়েছে এবং অন্যান্য নথিও জমা করতেহবে পোর্টালে৷
advertisement
advertisement
রাজ্য ওয়াকফ বোর্ড এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার তত্ত্বাবধান করবে। নির্ধারিত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন না করলে সেই সম্পত্তিগুলি বিতর্কিত হিসাবে বিবেচিত হবে এবং বিচার্য বিষয় হবে।
২০২৫, ৫ এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন পেয়েছে ওয়াকফ (সংশোধনী) বিল৷ উভয় সংসদে তীব্র বিতর্কের পরে তা পাস হয়েছিল।
ওয়াকফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি পিটিশন দাখিল করা হয়েছে। সেই সংক্রান্ত মামলা চলছে।
advertisement
সরকার জানিয়েছে, নতুন আইনটি ওয়াকফ আইন, ১৯৯৫ সংশোধন করা হয়েছে, ওয়াকফ সম্পত্তির নিয়ন্ত্রণের জন্য৷ অর্থাৎ ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে ইসলামি আইনের অধীনে নিবেদিত সম্পত্তির নিয়ন্ত্রণের জন্য।
অন্যদিকে, ওয়াকফ আইন বিরোধী আবেদনকারীদের দাবি, এই আইনের মাধম্য অ-ন্যায্য ভাবে সম্পত্তি ‘দখল’ করা হবে৷ পিটিশনারদের মতে, এই সংশোধনীটি মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য এবং ইসলামী ধর্মীয় বিষয় এবং ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় অযাচিত হস্তক্ষেপ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Waqf Amendment Bill: ওয়াকফ সম্পত্তি নিয়ে এবার বড় সিদ্ধান্ত! পোর্টাল UMEED...সময় দেবে ৬ মাস, তারপরই...
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement