এই সফটওয়্যারের কারণে চাকরি হারাতে পারেন বহু সরকারি কর্মচারী

Last Updated:

এই সফটওয়্যারের কারণে চাকরি হারাতে পারেন বহু সরকারি কর্মচারী

#নয়াদিল্লি: বহু কেন্দ্রীয় কর্মচারীর ঘুম কেড়ে নিতে পারে এই সফটওয়্যার ৷ শুধু চাকরি নয় এই সফটওয়্যারের কারণে যেতে পারে মান-সম্মানও ৷ অসৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ‘যম’ এই সফটওয়্যার ৷
কেন্দ্রীয় সরকারের কোনও পদে থাকা দুর্নীতিগ্রস্থ কর্মচারীদের এবার আর রেহাই নেই ৷ অসাধু, ঘুষখোর, অসৎ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নয়া সফটওয়্যার ব্যবহার চালু করছে কেন্দ্র ৷ এর মাধ্যমে সমস্ত কর্মীদের কাজের রেকর্ড থাকবে অনলাইনে ৷
এই সফটওয়্যারের অনেক কম সময়ে দুর্নীতিগ্রস্থ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে ৷ কোনও কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে সেই ঘটনার তদন্তেও যে ব্যক্তিরা যুক্ত থাকবেন তাদেরও সমস্ত কার্যকলাপ অনলাইনে সংরক্ষিত হবে ৷ এছাড়া প্রতিদিনের তদন্তের গতিপ্রকৃতিরও রেকর্ডও থাকবে অনলাইনে ৷ এই সফটওয়্যার তদন্তে সঙ্গে যুক্ত সব পক্ষকে এসএমএস বা ইমেলের মাধ্যমে প্রতিদিন সমস্ত তথ্য সবাইকে জানিয়ে দেবে ৷ এর ফলে তথ্যে কারচুপির আর কোনও সুযোগ থাকবে না ৷
advertisement
advertisement
মিনিস্টার অফ স্টেট ফর পার্সোনেল জিতেন্দ্র সিং জানিয়েছেন, তথ্য প্রমাণ হাতে পেলেই তৎক্ষণাৎ দুর্নীতিগ্রস্থদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় সরকার ৷ এই সফটওয়্যারের মাধ্যমে বিভাগীয় তদন্তের গতি বাড়বে ৷
প্রাথমিক ভাবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের আইএএস অফিসারদের এই সফটওয়্যারের আওতায় আনা হবে ৷ পরে ধাপে ধাপে গ্রুপ এ অফিসারেরাও এই সফটওয়্যারে অন্তর্ভুক্ত হবেন ৷
advertisement
ভিজিল্যান্স কমিশন সূত্রে খবর, এই মুহূর্তে কমপক্ষে ৩৫০০ সরকারি অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে ৷ এই নয়া ব্যবস্থায় দীর্ঘ সময়ের বদলে এক বছরেরও কম সময়ে সিদ্ধান্তে পৌঁছনো যাবে বলে মন্ত্রকের আশা ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এই সফটওয়্যারের কারণে চাকরি হারাতে পারেন বহু সরকারি কর্মচারী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement