corona virus btn
corona virus btn
Loading

এই সফটওয়্যারের কারণে চাকরি হারাতে পারেন বহু সরকারি কর্মচারী

এই সফটওয়্যারের কারণে চাকরি হারাতে পারেন বহু সরকারি কর্মচারী

এই সফটওয়্যারের কারণে চাকরি হারাতে পারেন বহু সরকারি কর্মচারী

  • Share this:

#নয়াদিল্লি: বহু কেন্দ্রীয় কর্মচারীর ঘুম কেড়ে নিতে পারে এই সফটওয়্যার ৷ শুধু চাকরি নয় এই সফটওয়্যারের কারণে যেতে পারে মান-সম্মানও ৷ অসৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ‘যম’ এই সফটওয়্যার ৷

কেন্দ্রীয় সরকারের কোনও পদে থাকা দুর্নীতিগ্রস্থ কর্মচারীদের এবার আর রেহাই নেই ৷ অসাধু, ঘুষখোর, অসৎ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নয়া সফটওয়্যার ব্যবহার চালু করছে কেন্দ্র ৷ এর মাধ্যমে সমস্ত কর্মীদের কাজের রেকর্ড থাকবে অনলাইনে ৷

এই সফটওয়্যারের অনেক কম সময়ে দুর্নীতিগ্রস্থ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে ৷ কোনও কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে সেই ঘটনার তদন্তেও যে ব্যক্তিরা যুক্ত থাকবেন তাদেরও সমস্ত কার্যকলাপ অনলাইনে সংরক্ষিত হবে ৷ এছাড়া প্রতিদিনের তদন্তের গতিপ্রকৃতিরও রেকর্ডও থাকবে অনলাইনে ৷ এই সফটওয়্যার তদন্তে সঙ্গে যুক্ত সব পক্ষকে এসএমএস বা ইমেলের মাধ্যমে প্রতিদিন সমস্ত তথ্য সবাইকে জানিয়ে দেবে ৷ এর ফলে তথ্যে কারচুপির আর কোনও সুযোগ থাকবে না ৷

মিনিস্টার অফ স্টেট ফর পার্সোনেল জিতেন্দ্র সিং জানিয়েছেন, তথ্য প্রমাণ হাতে পেলেই তৎক্ষণাৎ দুর্নীতিগ্রস্থদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় সরকার ৷ এই সফটওয়্যারের মাধ্যমে বিভাগীয় তদন্তের গতি বাড়বে ৷

প্রাথমিক ভাবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের আইএএস অফিসারদের এই সফটওয়্যারের আওতায় আনা হবে ৷ পরে ধাপে ধাপে গ্রুপ এ অফিসারেরাও এই সফটওয়্যারে অন্তর্ভুক্ত হবেন ৷

ভিজিল্যান্স কমিশন সূত্রে খবর, এই মুহূর্তে কমপক্ষে ৩৫০০ সরকারি অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে ৷ এই নয়া ব্যবস্থায় দীর্ঘ সময়ের বদলে এক বছরেরও কম সময়ে সিদ্ধান্তে পৌঁছনো যাবে বলে মন্ত্রকের আশা ৷

First published: June 23, 2017, 6:06 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर