#উত্তরপ্রদেশ: আকাশছোঁয়া পেট্রোপণ্যের দাম যে যে কেন্দ্রীয় সরকারকে ভাবাচ্ছে তা কার্যত স্বীকার করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ তিনি মন্তব্য করেছেন সরকার চেষ্টা করছে পেট্রোপণ্যের দামে কী ভাবে নিয়ন্ত্রণ পাওয়া যায় সেই বিষয়েই ৷
আরও পড়ুন : প্রার্থনা চলাকালীন হরিয়ানার এক মসজিদে সাময়িক উত্তেজনা
উত্তরপ্রদেশে এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনাথ সিং বলেছেন মানুষকে যাতে ভুগতে না হয় ৷ পেট্রোল-ডিজেলের লাগামছাড়া মূল্য বৃদ্ধির কারণের নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ তবে তিনি আশাবাদী এর ফলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে না ৷
১৬ দিন ধরে চরম আকারে বেড়ে চলা পেট্রোপণ্যের মূল্য বিগত দু'দিন অতি সামান্য কমলেও তা মোটেই যথেষ্ট নয় ৷ চার মহানগরে লিটার পিছু পেট্রোলের দাম কলকাতা ৮০.৯৮ টাকা, দিল্লি ৭৮.৩৫ মুম্বই ৮৬.১৬ এবং চেন্নাইয়ে ৮১.৩৫ টাকা ৷
ডিজেলের লিটার পিছু দাম কলকাতা ৭১.৮০ টাকা, দিল্লি ৬৯.২৫ টাকা, মুম্বই ৭৩.৭৩ এবং চেন্নাইয়ে ৭৩.১৩ টাকা ৷
আপাতত সাধারণ মানুষের কাছে অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Central government, Commodities, Hike, Issue, Petroleum, Price, Resolve