IPC, CRPC-র নাম বদল! দেশদ্রোহিতা আইনও প্রত্যাহার করে নিল কেন্দ্র, ঘোষণা শাহের

Last Updated:
সংসদে অমিত শাহ।
সংসদে অমিত শাহ।
নয়াদিল্লি: ব্রিটিশ আমলের তিনটি ফৌজদারী আইন সম্পূর্ণ বদলে ফেলতে সংসদে বিল পেশ করল মোদি সরকার৷ এর ফলে বদলে যাচ্ছে আইপিসি এবং সিআরপিসি আইনের নাম৷ এ দিন সংসদে এই বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
আইপিসি, সিআরপিসি-র নতুন নাম কী?
প্রস্তাবিত বিল অনুযায়ী, ১৮৬০ সালের আইপিসি-র নতুন নাম হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা সিআরপিসি-র নাম বদলে হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা৷ ইন্ডিয়ান এভিেডন্স অ্যাক্টের নাম বদল করে হচ্ছে ভারতীয় সাক্ষ্য৷ সংসদের স্ট্যান্ডিং কমিটির কাছে প্রস্তাবিত তিনটি আইনই রদবদল সহ পর্যালোচনার জন্য জমা দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
দেশদ্রোহিতা আইন প্রত্যাহার
এর পাশাপাশি দীর্ঘদিন ধরে বিতর্কিত দেশদ্রোহিতা আইন প্রত্যাহার করে নিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করে এমন কোনও অপরাধ, বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ, সশস্ত্র কোনও বিপ্লব বা বিক্ষোভ, বিভাজনের চেষ্টার মতো অপরাধের ক্ষেত্রে নতুন তিনটি আইনেই শাস্তির বিধান রাখা হয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, দেশদ্রোহিতা আইন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে৷ নতুন আইনে দেশদ্রোহিতা শব্দটিও রাখা হয়নি৷
advertisement
অমিত শাহ আরও জানিয়েছেন, গণপিটুনির ঘটনাতেও নতুন আইনে মৃত্যুদণ্ডকে শাস্তি হিসেবে রাখা হয়েছে নতুন আইনে৷ তাছাড়াও গণধর্ষণের ক্ষেত্রে কুড়ি বছরের কারাদণ্ড, নাবালিকা ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধানও রাখা হয়েছে৷
শিশু, মহিলাদের বিরুদ্ধে অপরাধ কমানোয় জোর
প্রস্তাবিত এই নতুন বিলে শিশু এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধ. খুন এবং রাষ্ট্রের বিরুদ্ধে সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত আইনগুলির উপরেই বেশি জোর দেওয়া হয়েছে৷ আবার এই প্রথম বার ছোটখাটো অপরাধের ক্ষেত্রে সামাজিক সেবাকেও শাস্তি হিসেবে রাখা হয়েছে৷ এ ছাড়াও অপরাধের শাস্তির ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূুর করার দিকেও নজর দেওয়া হয়েছে নতুন এই বিলে৷ সংগঠিত অপরাধ এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ ঠেকাতেও নতুন আইনে আরও কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে৷ অমিত শাহ সংসদে দাবি করেছেন, ব্রিটিশ আমলের আইনগুলি সম্পূর্ণ রূপে বদলে ফেলাই ছিল মূল লক্ষ্য৷
advertisement
অমিত শাহ বলেন, ‘যে আইনগুলি অবলুপ্ত করে দেওয়া হচ্ছে সেগুলির মূল উদ্দেশ্যই ছিল ব্রিটিশ প্রশাসনকে আরও মজবুত করা৷ ন্যায় বিচার দেওয়ার বদলে শাস্তি দেওয়াই ছিল আইনগুলির উদ্দেশ্য৷ নতুন আইন এনে ভারতীয় নাগরিকদের অধিকারকে সুরক্ষিত করা হল৷ নতুন আইনগুলির লক্ষ্য হবে বিচার পাইয়ে দেওয়া, শাস্তি দেওয়া নয়৷ এমন ভাবে শাস্তি দেওয়া হবে যাতে অপরাধ বন্ধ হয়৷’ তবে নতুন আইনগুলিতেও আইপিসি, সিআরপিসি-র মতো মৃত্যুদণ্ডের বিধান থাকছেই৷
বাংলা খবর/ খবর/দেশ/
IPC, CRPC-র নাম বদল! দেশদ্রোহিতা আইনও প্রত্যাহার করে নিল কেন্দ্র, ঘোষণা শাহের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement