পঞ্জাব পুলিশের কাছে পাঠানকোট হামলার রিপোর্ট চাইল স্বরাষ্ট্র মন্ত্রক
Last Updated:
পঞ্জাব পুলিশের কাছ থেকে পাঠানকোট হামলা নিয়ে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ অপহৃত পুলিশ সুপারের তথ্যের ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়, তা ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে। পুলিশ ও সেনার ঢিলেঢালা নিরাপত্তার ছবি উঠে আসছে জঙ্গি হানার তদন্তে ৷
# নয়াদিল্লি: পঞ্জাব পুলিশের কাছ থেকে পাঠানকোট হামলা নিয়ে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ অপহৃত পুলিশ সুপারের তথ্যের ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়, তা ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে। পুলিশ ও সেনার ঢিলেঢালা নিরাপত্তার ছবি উঠে আসছে জঙ্গি হানার তদন্তে ৷
গুরদাসপুরের পুলিশ সুপার সালবিন্দর সিংয়ের দাবি, তিনি জঙ্গিদের সম্পর্কে তথ্য দিয়েছিলেন পুলিশকে ৷ তাঁকে অপহরণের ২৪ ঘণ্টা পর পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা ৷ এসপি-র তথ্যের ভিত্তিতে পুলিশ কী ব্যবস্থা নিয়েছিল তা এদিন জানতে চাইল কেন্দ্র ৷ গোয়েন্দা সূত্রের খবর, ৩১ ডিসেম্বর বায়ুসেনা ঘাঁটিতে ঢুকে পড়ে জঙ্গিদের একটি দল ৷ পুলিশ নিষ্ক্রিয়তা ও সেনাঘাঁটিতে নজরদারির অভাবেই কি দুদিন ধরে জঙ্গিরা নির্বিঘ্নে অভিযানের প্রস্তুতি নেয়।
Location :
First Published :
January 05, 2016 2:44 PM IST