পঞ্চম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, কোনও বুথেই রাজ্যের পুলিশ নয়, বাড়তি নজর বারাকপুরে

Last Updated:
#কলকাতা: পঞ্চম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী। কোনও বুথেই থাকবে না রাজ্যের পুলিশ। মোট ৫৭৮ কোটি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ৬ মে’র ভোটে। কমিশনের বাড়তি নজর বারাকপুরে।
৬ মে রাজ্যের সাত লোকসভা কেন্দ্র ভোট। পঞ্চম দফার এই ভোটে কোনও বুথেই নিরাপত্তার দায়িত্বে থাকবে না রাজ্যের পুলিশ ৷ ১০০ শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী।
পঞ্চম দফার ভোটের নিরাপত্তা নিয়ে মঙ্গলবার সিইও দফতরে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে বৈঠক করেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।
advertisement
advertisement
চতুর্থ দফায় রাজ্যের আট কেন্দ্রের ভোটে ছিল ৫৬২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ পঞ্চম দফায় সাত কেন্দ্রে ভোটে থাকবে ৫৭৮ কোম্পানি ৷
চতুর্থ দফায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সরব হয় রাজ্যের বিরোধীরা। তাদের প্রশ্ন, প্রায় একশো শতাংশ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পরেও কেন এত অভিযোগ ? এ দিন নির্বাচন কমিশন দাবি করে, পঞ্চম দফায় কেন্দ্রীয় বাহিনী আরও সক্রিয়ভাবে কাজ করবে। ভোটারদের মনোবল বাড়াতে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চও বাড়ানো হবে।
advertisement
৬ মে পঞ্চম দফায় ভোট
বনগাঁ
বারাকপুর
হাওড়া
উলুবেড়িয়া
শ্রীরামপুর
হুগলি
এবং আরামবাগে
এর মধ্যে বারাকপুর কেন্দ্রে বাড়তি নজর কমিশনের। মঙ্গলবারই বারাকপুরের পুলিশ কমিশনার এবং উত্তর ২৪ পরগনা জেলার প্রাশানিক আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করে নির্বাচন কমিশন। বারাকপুরের পুলিশ কমিশনারেটে হওয়া এই বৈঠকে ছিলেন অতিরিক্ত সিইও শৈবাল বর্মন। বারাকপুরে এবার সুষ্ঠুভাবে নির্বাচন করানো কমিশনের কাছে চ্যালেঞ্জ। তাই এই কেন্দ্রে বাড়তি নিরাপত্তা বাহিনীও থাকবে।
বাংলা খবর/ খবর/দেশ/
পঞ্চম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, কোনও বুথেই রাজ্যের পুলিশ নয়, বাড়তি নজর বারাকপুরে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement