corona virus btn
corona virus btn
Loading

দুর্গাপুজোয় আয়কর ইস্যুতে সংঘাত, আয়কর আশঙ্কায় পুজো কমিটিগুলি

দুর্গাপুজোয় আয়কর ইস্যুতে সংঘাত, আয়কর আশঙ্কায় পুজো কমিটিগুলি
Photo: News 18 Bangla

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সের দাবি তাদের নজর মোটেই পুজো কমিটির উপর নয়। তারা শুধু জানতে চায়, পুজো কমিটিগুলি ঠিকাদার সংস্থাকে টাকা দেওয়ার সময় ঠিক মতো টিডিএস কেটে দিয়েছে কি না।

  • Share this:

#কলকাতা: পুজো আসছে। আর কটা দিনের অপেক্ষা। এরই মাঝে আশঙ্কার মেঘ। পুজোয় এবার আয়কর আশঙ্কা। দুর্গাপুজোয় আয়কর ইস্যুতে রাজ্য-কেন্দ্র সংঘাত। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সের দাবি তাদের নজর মোটেই পুজো কমিটির উপর নয়। তারা শুধু জানতে চায়, পুজো কমিটিগুলি ঠিকাদার সংস্থাকে টাকা দেওয়ার সময় ঠিক মতো টিডিএস কেটে দিয়েছে কি না।

যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এই যুক্তি মানতে নারাজ। তাঁর অভিযোগ, এভাবে আসলে ঢাকি, মণ্ডপ শিল্পী, পুরোহিত, কারিগরদের থেকেও পুজো কমিটির মাধ্যমে কর আদায় করতে চাইছে আয়কর দফতর। একই মত পুরোহিত থেকে প্রতিমা শিল্পী, অনেকেরই।

মমতা বলছেন, এভাবে পুজোয় টিডিএসের অর্থ টেরিবল ডিজাস্টার স্কিম। জিজিয়া করের মতো। পুজোর সঙ্গে যুক্ত কর্মীরদের কাছেও এই টিডিএস যেন এক আতঙ্ক। পুজো কমিটিগুলিও আয়কর আশঙ্কার চাপে। আয়কর পরামর্শদাতারাও বলছেন, কর পরে। আগে দুর্গাপুজো ঘিরে বাঙালির আবেগ। দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে। তারই মাঝে কাঁটা, আয়কর-আশঙ্কা।

First published: August 15, 2019, 8:13 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर