মোদির নেতৃত্বে আজ দিল্লিতে মন্ত্রিসভার বৈঠক
Last Updated:
লোকসভা নির্বাচনে ৩০০-র বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ বিজেপি৷ মোদি-শাহ জুটি আবার প্রমাণ করেছে, এই মুহূর্তে দেশে কোনও বিরোধী বিকল্প নেই৷ যার নির্যাস, ভোট শেয়ারেো বিরোধীদের যোজন পিছনে ফেলে দিয়েছে বিজেপি৷
#নয়াদিল্লি: আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হবে দিল্লিতে৷ বৈঠকে থাকবেন নরেন্দ্র মোদি৷ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীকে সেই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে৷ এ দিনের বৈঠকে কেন্দ্রের পরবর্তী সিদ্ধান্তগুলি নিয়ে আলোচনা হবে৷
লোকসভা নির্বাচনে ৩০০-র বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ বিজেপি৷ মোদি-শাহ জুটি আবার প্রমাণ করেছে, এই মুহূর্তে দেশে কোনও বিরোধী বিকল্প নেই৷ যার নির্যাস, ভোট শেয়ারেো বিরোধীদের যোজন পিছনে ফেলে দিয়েছে বিজেপি৷ ভোট শেয়ারের নিরিখে দেখা যাচ্ছে, প্রতি ২ জন ভারতীয়ের মধ্যে একজন ভোট দিয়েছে মোদিকে প্রধানমন্ত্রী দেখতে চেয়ে৷
হাই-ডেসিবল প্রচারের পরেও কংগ্রেস কোনও প্রভাব ফেলতে পারল না৷ বর্তমানে যা ট্রেন্ড, তাতে লোকসভায় বিরোধী দলনেতা পদ কংগ্রেস পাবে কিনা, তা নিয়ে রীতিমতো সংশয় দেখা দিয়েছে৷ কংগ্রেস যেটুকু আসন পেল, তার অর্ধেকই এলো কেরল ও পঞ্জাব থেকে৷ অমেঠিতে হেরেও পরিবারের মান বাঁচাতে পারলেন না দলের সভাপতি রাহুল গান্ধি৷
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 24, 2019 9:20 AM IST