হামলা নিয়ে নয়া স্বীকারোক্তি JNU-র,তাহলে কি প্রথমে মিথ্যে বলেছিলেন উপাচার্য?

Last Updated:

JNU-র ভাইস চ্যান্সেলর এম জগদীশ আগে দাবি করেছিলেন জানুয়ারির ৫ তারিখ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ভাঙচুর হয়েছে তার বীজ আগের দিন পোঁতা হয়েছিল ,কারণ সেদি সার্ভাররুমে ভাঙচুর চালিয়েছিল বাম মনোভাবাপন্ন ছাত্র ইউনিয়ন

#নয়াদিল্লি: সুকুমার রায়ের বিখ্যাত লাইন , ‘ছিল রুমাল হয়ে গেল বেড়াল’ - এ যেন অনেকটা তাই ৷ জানুয়ারির ৪ তারিখ ছাত্রনেতা ঐশী ঘোষ সহ একাধিক ছাত্রছাত্রীর ওপর হামলার ঘটনার ছবি দেখে কেঁপে উঠেছিল গোটা দেশ ৷ তারপরেই জেএনইউ -র ভিসি জানিয়েছিলেন সেই রক্তাত্ত রবিবারের গণ্ডগোলের সূত্রপাত আসলে আগের দিন হয়েছিল ৷ JNU ভিসি দাবি করেছিলেন ঠিক তার আগের দিন ৩ জানুয়ারি সার্ভার রুমে ভাঙচুর চালিয়েছিল বাম মনোভাবাপন্ন ছাত্র সংগঠনের একাধিক ছাত্র-ছাত্রী ৷ এই কথা কি তাহলে পুরোপুরি মিথ্যা ছিল ৷ এই প্রশ্নই এখন সামনে এসেছে ৷
জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে তাতে যা বয়ান দেওয়া হয়েছিল সম্প্রতি একটি আরটিআইয়ের উত্তর দিতে গিয়ে ১৮০ ডিগ্রি বয়ান বদল দেখা গেল৷ আরটিআইয়ের জবাবে বলা হয়েছে  ৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সার্ভাররুম ভাঙচুর করা হয়নি ৷ সিসিটিভি অক্ষত রয়েছ, অক্ষত রয়েছে বায়োমেট্রিক সিস্টেম ৷
advertisement
advertisement
জানুয়ারির ৫ তারিখ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দায়ের করা এফআইআরে বলা হয়েছিল একদল ছাত্র সার্ভাররুম অর্থাৎ সেন্টার অফ ইনফরমেশন সিস্টেম (সিআইএস) -কাঁচের দরজা ভেঙেছিল ৷ সার্ভার ড্যামেজ করেছিল, সেটা আর যাতে কাজ করতে না পারে তা নিশ্চিত করা হয়েছিল৷ ফাইবার অপটিক্স ও বিদ্যুৎ পরিষেবাকেও ক্ষতিগ্রস্ত করা হয়েছিল ৷ ঘরের বায়োমেট্রিক ব্যবস্থাও ভেঙে ফেলা হয়েছিল ৷
advertisement
RTI- ফাইল হয়েছিল  ‘life and liberty’ অর্থাৎ জীবন ও স্বাধীনতা ক্লজের অন্তর্গত বিভাগে ৷ সেখানেই উত্তর দিতে গিয়ে জেএনইউ কর্তৃপক্ষ জানিয়েছেন, জানুয়ারির ৩ তারিখ জেএনইউ -র সিআইএস বন্ধ ছিল বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ৷ আর এরই জন্যে কোনও সিসিটিভি থেকেই নিরবিচ্ছিন ভাবে ভিডিও ফুটেজ পাওয়া সম্ভব  নয় ৷
Aishee ghosh
advertisement
জানানো হয়েছে JNU -র উত্তর বা মেন গেট থেকে যে সিসিটিভি আছে তার থেকে জানুায়রির ৫ তারিখ ৩ টে থেকে রাত ১১ টা অবধি কোনও টানা ফুটেজ নেই ৷ কারণ সেদিনই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আক্রান্ত হয়েছিল পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা ৷ যারা এসেছিল তারা মুখ ঢেকে এসেছিল ৷
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
হামলা নিয়ে নয়া স্বীকারোক্তি JNU-র,তাহলে কি প্রথমে মিথ্যে বলেছিলেন উপাচার্য?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement