#বেঙ্গালুরু: কীভাবে খুন হলেন গৌরী লঙ্কেশ? কিভাবে হয়েছিল খুনের পরিকল্পনা? গৌরী লঙ্কেশ খুনের রহস্য ভেদে পুলিশের সবচেয়ে বড় ভরসা সিসিটিভি ফুটেজ। সাংবাদিকের ফোন ও ল্যাপটপ থেকেও তথ্য পাওয়ার চেষ্টা করছে পুলিশ। খুনের তদন্তে ১০০ জন পুলিশ অফিসারকে নিয়েই তৈরি হয়েছে সিট। স্থানীয় মানুষের থেকে আততায়ীর ব্যাপারে তথ্য পাওয়ার চেষ্টায় পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৭ টা থেকে ৯ টার মধ্যে কি হয়েছিল রাজা রাজেশ্বরী নগরের টাওয়ার থ্রি কলোনিতে? উত্তর পেতে ভরসা ১৩ টি সিসিটিভি। সাংবাদিক গৌরী লঙ্কেশের বাড়িতে ও রাস্তায় লাগানো ১৩ টি সিসিটিভি থেকে ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সবকটি সিসিটিভি থেকে মোট ৪০ ঘণ্টারও বেশি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে । এই ফুটেজ থেকেই প্রাথমিকভাবে উঠে আসছে বেশ কিছু তথ্য
-
খুব তাড়াতাড়ি সিসিটিভি ফুটেজ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। তবে সিসিটিভি ফুটেজ ছাড়াও প্রত্যক্ষদর্শী ও ফোনের রেকর্ড থেকেও তথ্য পাওয়ার ব্যাপারে আশাবাদী পুলিশ।
-যে কোনও হামলার আগেই ঘটনাস্থল রেকি করে আততায়ীরা-এক্ষেত্রে ৩ - ৪ দিন ধরে সেই কাজ হয়েছিল বলে জেনেছে পুলিশ-প্রয়োজনে পুরনো ফুটেজ থেকেও তথ্য পাওয়ার চেষ্টা হবে-খুনের দিন বিকেলে একই নম্বর থেকে দুবার ফোন আসে গৌরীর মোবাইলে- এই ফোনের ব্যাপারেও তথ্য যোগাড় করছে পুলিশ
গৌরী লঙ্কেশ হত্যায় হিন্দুত্বপন্থী সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ মূলত আরএসএস ও তাদের শাখা সংগঠনের দিকে। চাপ বাড়ায় এদিন নতুন করে বিবৃতি দেয় আরএসএসের কর্ণাটক শাখা।
আরএসএস স্টেট ইউনিট,কর্ণাটকের তরফে জানানো হয়
গৌরী লঙ্কেশের খুনের প্রতিবাদে সরব সনিয়া-রাহুল থেকে বামদলগুলি। তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও। তাঁর প্রতিশ্রুতি , খুনীরা খুব তাড়াতাড়ি গ্রেফতার হবে। সেটাই আপাতত কিছুটা হলেও ভরসা দিচ্ছে গীতা লঙ্কেশের পরিবার ও সহযোদ্ধাদের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, CCTV footage of Gauri Lankesh house, CCTV Shows a Person With Helmet Coming to the Gate, Gauri Lankesh, Gauri lankesh killing, Gauri Lankesh Murder, Helmet wearing men