#নয়াদিল্লি: শীঘ্রই বড় বদল আসতে চলেছে CBSE-এর দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পদ্ধতিতে ৷ ২০২০ সাল থেকে ফের বদলে যাবে পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন ৷ বোর্ড সূত্রে খবর, প্রশ্নপত্র ফাঁস এড়াতে আরও কড়া হবে নিরাপত্তা ব্যবস্থা ৷ একইসঙ্গে নতুন ধরনের প্রশ্নপত্রে পরীক্ষা করা হবে পড়ুয়াদের বিশ্লেষণ ক্ষমতাকে ৷
বুধবার CBSE বোর্ড সূত্রে পরীক্ষা প্যাটার্ন পরিবর্তনের তথ্য মিলেছে ৷ বোর্ডের তরফে জানানো হয়েছে, মোটামুটি ২০২০ শিক্ষাবর্ষ থেকে জোর দেওয়া হবে প্রবলেম সলভিং প্রশ্নের উপর ৷ বাড়বে ১ থেকে ৫ নম্বরের প্রশ্নের সংখ্যা ৷ মুখস্থ করে উগরে দেওয়ার বদলে পরীক্ষার্থীদের প্রতি প্রশ্ন বিশ্লেষণ করে অর্থাৎ বই থেকে প্রাপ্ত জ্ঞানের উপর ভিত্তি করে উত্তর দিতে হবে ৷ এর ফলে পরীক্ষার্থীরা না বুঝে মুখস্থ করার বদলে প্রতিটি চ্যাপ্টার বুঝে আত্মস্থ করবে বলে মত CBSE বোর্ডের ৷
আরও পড়ুন
LIC পলিসি হোল্ডারদের জন্য দুঃসংবাদ, বন্ধ হয়ে যাচ্ছে এইসব স্কিম
এছাড়া প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এনক্রিপ্টেড প্রশ্নেরও ব্যবস্থা করতে চলেছে CBSE ৷ একইসঙ্গে ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষার সময়ও এগিয়ে আনার কথা ভাবছে বোর্ড ৷ শীঘ্রই বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসের মধ্যে পরীক্ষা শেষ করে দ্রুত ফল প্রকাশের পক্ষপাতী সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ৷
আরও পড়ুন
কয়েক বছর বাদেই বাতিল হয়ে যাবে এই আধার, তারপর কী করবেন জেনে নিন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CBSE Board, CBSE to change class X, Central Board of Secondary Education, Change in Exam Pattern, XII exam paper