CBSE Class 10th Results 2021: ঘোষিত এবারের CBSE বোর্ডের দশম শ্রেণির ফল, কীভাবে পাবেন মার্কশিট, জানুন...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বিকল্প মূল্যায়ন নীতির ভিত্তিতে ফলাফল (CBSE Class 10 Result 2021) ঘোষণা করা হল৷
#নয়াদিল্লি: কথা মত CBSE Class 10 Result প্রকাশিত হল মঙ্গলবার বেলা ১২টায় (CBSE Class 10th Results 2021: CBSE বোর্ডের দশম শ্রেণির ফল)৷ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যয়ের কারণে এই বছর বোর্ড পরীক্ষা বাতিল করা হয়েছিল। বিকল্প মূল্যায়ন নীতির ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হল৷
দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড আসেনি৷ তাই পরীক্ষার্থীদের৷ https://cbseit.in/cbse/2021/rfinder/RollDetails.aspx- এ গিয়ে তাদের অ্যাডমিট কার্ড বা রোল নম্বর অনলাইনে ডাউনলোড করতে হবে। অভিভাবকদের বিবরণ পূরণ করতে হবে এবং তারপরে রোল নম্বর মিলবে।
সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষার্থীরা তাঁদের রেজাল্ট জানতে ক্লিক করুন cbse.nic.in-এ৷ এ ২০ লক্ষেরও বেশি শিক্ষার্থীর জন্য ফলাফল প্রকাশ করেছে। পড়ুয়ারা তাদের ফলাফল cbse.nic.in, cbseresults.nic.in, digilocker.gov.in- এ দেখতে পারেন। পাবেন মার্কশিটও৷
advertisement
advertisement
প্রার্থীদের অবশ্যই পরীক্ষা করে দেখে নিতে হবে যে তাদের মার্কশিটে কোন ভুল আছে কিনা। তাদের মার্কস চেক করতে হবে। আর যে বিষয়গুলো অবশ্যই নজরে রাখতে হবে তা হল...
তাদের নামের বানান, ব্যক্তিগত বিবরণ সঠিক কি না, গণনা সঠিক কি না, পাস/ফেল স্ট্যাটাস, প্রি-বোর্ড, ইউনিট টেস্টের সাথে মার্কস মেলে কি না, সেটাও৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 03, 2021 12:46 PM IST