CBSE 10th Result 2020: দ্বাদশের পর আজ, ১৫ জুলাই দশম শ্রেণীর ফলাফল প্রকাশ করল CBSE৷ চলতি বছর CBSE দশম শ্রেণীর পরীক্ষায় বসেছিলেন ১৮ লক্ষ ৭৩ হাজারের বেশি পড়ুয়ারা। মোট পরীক্ষার্থীর ৯১.৪৬ শতাংশ পাশ করেছে বলে জানিয়েছে বোর্ড ৷ গত বছর অর্থাৎ ২০১৯ সালে দশম শ্রেণীতে পাশ করেছিলেন ৯১.১০ শতাংশ পড়ুয়া।
সোমবার ১৩ জুলাই দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ করেছিল সিবিএসই। যার মধ্যে প্রথম স্থানে ছিল জওহর নবোদয় বিদ্যালয়ের পরীক্ষার্থীরা আর দ্বিতীয় স্থানে ছিল কেন্দ্রীয় বিদ্যালয় । বোর্ডের প্রকাশিত রেজাল্ট অনুযায়ী, চলতি বছর সিবিএসই দশম শ্রেণীতে বাজিমাত করেছে কেন্দ্রীয় বিদ্যালয়ের পরীক্ষার্থীরা এবং দ্বিতীয় স্থানে রয়েছে জওহর নবোদয় বিদ্যালয়।
cbse.nic.in, www.results.nic.in, www.cbseresults.nic.in- এই ওয়েবসাইটগুলিতে রেজাল্ট দেখতে পাবেন পড়ুয়ারা ৷ ওয়েবসাইটে রেজাল্ট দেখতে হলে সাইটে দেওয়া রেজাল্ট লিঙ্কের উপর ক্লিক করে স্কুলের কোড ও রোল নম্বর দিয়ে চেক করা যাবে ফলাফল ৷
জেনে নিন কোন কোন স্কুল রয়েছে সেরা ৫-এ:
১) কেন্দ্রীয় বিদ্যালয়- ৯৯.২৩%
২) জওহর নবোদয় বিদ্যালয় (JNV) - ৯৮.৬৬%
৩) সেন্ট্রাল টিবেটিয়ান স্কুলস অ্যাডমিনিস্ট্রেশন (CTSA) - ৯৩.৬৭% টিবেতিয়ান
৪) ইন্ডিপেনডেন্ট - ৯২.৮১%
৫) সারকারি স্কুল - ৮০.৯১%
চলতি বছর ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। মেয়েদের পাশের হার বেশি। মেয়েদের পাশের হার ৯৩.৩১ শতাংশ আর ছেলেদের পাশের হার ৯০.১৪ শতাংশ। ত্রিবান্দ্রমে পাশের হার সবথেকে বেশি ৷ ত্রিবান্দ্রম থেকে পাশ করেছে ৯৯.২৮ শতাংশ পড়ুয়া, চেন্নাই থেকে পাশ করেছে ৯৮.৯৫ শতাংশ, আর বেঙ্গালুরুতে পাশের হার ৯৮.২৩ শতাংশ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।