Supreme Court On Nisith Pramanik Case: সিবিআই নাকি রাজ্যপুলিশ, নিশীথ মামলা হাইকোর্টে ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট

Last Updated:

Supreme Court On Nisith Pramanik Case: গত ২৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের কনভয়ে হামলা হয়। সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 

নিশীথ প্রামাণিকের উপর হামলার মামলা ফেরত হাইকোর্টে
নিশীথ প্রামাণিকের উপর হামলার মামলা ফেরত হাইকোর্টে
নয়াদিল্লি:  কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় হাইকোর্টকে সিবিআই তদন্তের নির্দেশ পুনর্বিবেচনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্য পুলিশের তদন্তে খামতি রয়েছে কিনা সবদিক খতিয়ে দেখে যদি মনে হয়, সিবিআই তদন্তই জরুরি, তাহলে হাইকোর্ট সেই সিদ্ধান্ত নিতে পারবে। ফলে আবার হাইকোর্টে ফিরে গেল এই মামলা। সুপ্রিম কোর্টের নির্দেশে উল্লেখ করা হয়েছে, হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল - রাজ্যের তদন্ত ঠিক পথে চলছিল না।
শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, কোচবিহারের পুলিশ সুপারের হলফনামা তদন্তের প্রাথমিক পর্যায়ে ছিল। যদিও ২৫ ফেব্রুয়ারির ঘটনায় পুলিশ ২৬ ও ২৭ ফেব্রুয়ারি এফআইআর রুজু করা হয়েছিল। এমনকী, অভিযোগ রয়েছে যে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ ও ভিডিও রেকর্ডিং রয়েছে। তারা তার ভিত্তিতেই পদক্ষেপ করেছে। সাহেবগঞ্জ থানার সুয়োমোটো অভিযোগের ভিত্তিতে ২১ জন এবং সিআইএসএফের অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন - 'অভিষেক-কুন্তলকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই-ইডি', বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে তোলপাড়
গত ২৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের কনভয়ে হামলা হয়। সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।  হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এসেছে রাজ্য সরকার। আজ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সেই মামলার শুনানি হয়। রাজ্যের হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিংভি। শুভেন্দু অধিকারীর হয়ে সওয়াল করেন পিএস  পাটওয়ালিয়া।
advertisement
শুভেন্দুর আইনজীবী বলেন, ঘটনার দু-দিন পরে এফআইআর দায়ের করেছে পুলিশ। এখনও পর্যন্ত মোট ২১জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা সকলেই বিজেপি সমর্থক। নিশীথ প্রামাণিক কনভয় হামলার মামলার শুনানিতে তীব্র বাকবিতণ্ডায় জড়ান রাজ্য ও কেন্দ্রের আইনজীবীরা। শুভেন্দু অধিকারী আর কেন্দ্রীয় সরকারের একই আইনজীবী, একই কথা বলছেন আদালতে, অভিযোগ রাজ্যের আইনজীবী সম্রাট সেনের। রাজ্যের আইনজীবী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়ে সওয়াল করছেন। পাল্টা সরব ডেপুটি সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য।
advertisement
নিশীথের কনভয় হামলায় মোট ৩টি এফআইআর দায়ের হয়েছে। বিজেপি সমর্থকদের বিরুদ্ধে এফআইআর সংক্রান্ত তথ্য ইচ্ছাকৃত ভাবে লোকানো হয়েছে আদালতের কাছে, অভিযোগ ডেপুটি সলিসিটর জেনারেলের। কনভয় হামলায় রাজ্যের রিপোর্ট বলছে, "কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের ওপর হামলার ঘটনায় কার্যত ক্লিনচিট দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস সমর্থকদের। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দিনহাটা পৌঁছে যাওয়ার পর অজ্ঞাত কারণে বুরিহাটের দিকে ফিরছিলেন। তারপর ইচ্ছাকৃতভাবে তৃণমূল পার্টি অফিসের দিকে কনভয় এগিয়ে যাচ্ছিল'- রিপোর্ট দিয়ে জানিয়েছেন কোচবিহার এএসপি।
advertisement
RAJIB CHAKRABORTY
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court On Nisith Pramanik Case: সিবিআই নাকি রাজ্যপুলিশ, নিশীথ মামলা হাইকোর্টে ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement