হোম /খবর /দেশ /
কাজুবাদামের মতো কাঁঠাল দেখতে উপচে পড়েছে ভিড়, কোথায় ফলেছে এই আজব ফল, জানুন

Cashew Like Jackfruit: কাজুবাদামের মতো কাঁঠাল দেখতে উপচে পড়েছে ভিড়, কোথায় ফলেছে এই আজব ফল, জানুন

Cashew Like Jackfruit: সেখানে ফলেছে কাঁঠাল। কিন্তু সেটি চেহারায় কাজুবাদাম

  • Local18
  • Last Updated :
  • Share this:

আঙ্কোলা : প্রকৃতির বিস্ময়ের ভাণ্ডার অফুরান। সে প্রমাণ আরও একবার পাওয়া গেল উত্তর কন্নড় অঞ্চলের আঙ্কোলা এলাকায়। সেখানে ফলেছে কাঁঠাল। কিন্তু সেটি চেহারায় কাজুবাদাম। স্থানীয় বাসিন্দা মহাবালেশ্বর বান্দিকাট্টের বাগান আলো করে ফলেছে ওই অদ্ভুতদর্শন কাঁঠাল। দেখার জন্য উপচে পড়েছে ভিড়। আর্দ্র ক্রান্তীয় অঞ্চলের ফল মূলত পাওয়া যায় দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়ায়। এঁচোড় বা কাঁঠাল-দুই রূপেই মুখরোচক এই ফল। খাওয়া যায় নানা রেসিপিতে।

তবে মহাবালেশ্বরের বাগানে যে কাঁঠাল হয়েছে, সেটি সব দিক থেকে আলাদা। সাধারণ কাঁঠালের মতো নয়। বরং চেহারায় সেটি আদ্যন্ত কাজুবাদামের মতো। গত ৭০ বছরে এই প্রথম বার এই বিরল চেহারার কাঁঠাল দেখতে পেলেন উত্তর কন্নড়ের বাসিন্দারা।

 

কেন এই আকার, সেই রহস্য ফাঁস করা যায়নি। তবে গাছ থেকে এই কাঁঠাল পেরে খাওয়া হয়নি। রেখে দেওয়া হয়েছে। ফলে হয়ে উঠেছে অন্যতম দর্শনীয়।

মহাবালেশ্বর কাঁঠালটি বিক্রি করবেন কিনা এখনও জানাননি। এর আগে কেরলের কৃষক বেবি আব্রাহাম ভাইরাল হয়ে গিয়েছিলেন। কারণ তিনি ইড়ুকির জঙ্গলে মুটি পঝম নামে একটি বিরল বুনো ফলের চাষ করেছিলেন। লাল রঙের গোলাকার ওই ফল স্বাদে টক-মিষ্টি।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Bizarre, Jackfruit, Offbeat