কানাডার স্কুলে বন্দুকবাজের হামলা ! মৃত চার
Last Updated:
শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুকবাজদের হামলা চলছেই ৷ এবার কানাডার একটি স্কুলে আচমকাই এক বন্দুকবাজ ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। হামলায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷
#টরন্টো: শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুকবাজদের হামলা চলছেই ৷ এবার কানাডার একটি স্কুলে আচমকাই এক বন্দুকবাজ ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। হামলায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ জখম বেশ কয়েকজন পড়ুয়া ৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ওই বন্দুকবাজকে অবশ্য পুলিশ ধরতে সক্ষম হয়েছে ৷ বন্দুকবাজকে এখন নিজেদের হেফাজতে নিয়েছে কানাডা পুলিশ। ধৃতের সঙ্গে জঙ্গিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। স্কুল-পড়ুয়াদের নিরপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম কানাডার লা লোচে কমিউনিটি স্কুলে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 23, 2016 11:09 AM IST