Prasanna Sankar: প্রসন্নকে হেনস্থা করতে পারবে না পুলিশ, নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের! নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন রিপলিংয়ের সহপ্রতিষ্ঠা
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
রিপলিংয়ের সহ-প্রতিষ্ঠাতা প্রসন্ন শঙ্কর নিজের সোশ্যাল মিডিয়া এক্সে জানিয়েছেন মাদ্রাজ হাইকোর্টের পক্ষ তামিলনাড়ু পুলিশ নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে হেনস্থা না করতে।
তামিলনাড়ু: রিপলিংয়ের সহ-প্রতিষ্ঠাতা প্রসন্ন শঙ্কর নিজের সোশ্যাল মিডিয়া এক্সে জানিয়েছেন মাদ্রাজ হাইকোর্টের পক্ষ তামিলনাড়ু পুলিশ নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে হেনস্থা না করতে।
একইসঙ্গে, তিনি কোর্টের নির্দেশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন হাইকোর্টের পক্ষ তাঁকে যে কোনও ধরনের পুলিশি হেনস্থা থেকে বিরত থাকতে।
আরও পড়ুন: মায়ানমারে পরপর ভূমিকম্পের ঝটকা, ৭.২ তীব্রতা রিখটার স্কেলে সুনামি অ্যালার্ট
ওই পোস্ট অনুযায়ী, মাদ্রাজ হাইকোর্টের জাস্টিস জিকে ইয়ানথিরিয়ান তামিলনাড়ু পুলিশকে নির্দেশ দেন কোনও ধরনের হেনস্থা থেকে প্রসন্নকে বিরত রাখতে। এর আগে প্রসন্নের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে প্রসন্নর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ। এবার তা থেকে কিছুটা হলেও রেহাই মিলবে বলে মত বিশেষজ্ঞদের।
advertisement
advertisement
আরও পড়ুন: দূষণ রোধে বড় পদক্ষেপ, রাজধানীতে ১০ মাস রাস্তায় রাস্তায় জল ছিটানোর সিদ্ধান্ত রেখার
এর আগে প্রসন্নের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। তাঁর কেয়ারটেকারের ফোন বাজেয়াপ্ত করা হয়।
এই ঘটনার পরেই সঙ্গে সঙ্গে হাইকোর্টের দ্বারস্থ হন প্রসন্ন। এরপরেই খানিক স্বস্তি পেলেন তিনি। এই প্রসঙ্গে, হাই কোর্ট জানান সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী জীবন ও ব্যক্তিগত ভাবে বেঁচে থাকার স্বাধীনতা খর্ব করা যাবে না। তাই সেক্ষেত্রে প্রসন্নের উপর কোনও ধরনের বাড়তি চাপ ফেলা যাবে না।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 28, 2025 2:29 PM IST