‘দুধের শিশু কেন শাহিনবাগে? দেখভালের অভাবে শিশুমৃত্যু হয়েছে’, ক্ষোভ আদালতের
- Published by:file 18 user
- news18 bangla
Last Updated:
#নয়া দিল্লি: যথেষ্ট দেখভালের ব্যবস্থা নেই, তাও কেন শাহিনবাগে নিয়ে যাওয়া হচ্ছে শিশুদের? একটি চারমাসের শিশু কি এভাবে কোনও আন্দোলনের মঞ্চে যেতে পারে? সিএএ-এনআরসির বিরুদ্ধে শাহিনবাগে তৈরি হওয়া প্রতিবাদ মঞ্চে একরত্তি শিশুর মৃত্যুর ঘটনায় এভাবেই ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট৷
৩০ জানুয়ারি মা বাবার সঙ্গে শাহিনবাগের প্রতিবাদ মঞ্চ থেকে ফেরার পথে মৃত্যু হয় এক চারমাসের শিশুর৷ এই ঘটনার পরেই ২০১৯ সালের ইন্ডিয়ান কাউন্সিল অফ চাইল্ড ওয়েলফেয়ার পুরস্কার প্রাপক জেন গুণরত্ন সদভর্তে সরাসরি একটি চিঠি লেখেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দপ্তরে৷ অভিযোগ করা হয়, শাহিনবাগে যে অভিভাবকরা তাঁদের সন্তানদের নিয়ে যাচ্ছেন তাঁরা খেয়াল রাখছেন না যে ওখানে শিশু নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা নেই৷ সেই কারণেই ওখানে শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে৷ পাশাপাশি, প্রতিবাদ মঞ্চে মহিলা, প্রবীন ও সদ্যজাত শিশুদের যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে তা উচিত না৷ শিশুদের ক্ষেত্রে এই নিষেধজ্ঞা বেশি করে প্রয়োজ্য৷ কারণ, তাঁদের যে পরিবেশে দিনের পর দিন কাটাতে হচ্ছে তা ওই বয়সের শিশুর পক্ষে সহ্য করা অসম্ভব৷ তাঁরা তো নিজেদের যন্ত্রণার কথাও বলতেও পারে না৷ শিশু অধিকার এখানে লঙ্ঘিত হচ্ছে৷ তার জন্যই মৃত্যু হয়েছে শিশুটির৷ পুলিশই বা এই শিশুদের আন্দোলন মঞ্চে নিয়ে যেতে দিচ্ছে কী করে?
advertisement
এই চিঠির প্রেক্ষিতেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করার কথা জানিয়েছে শীর্ষ আদালত৷ পাশাপাশি, যে শিশুর মত প্রকাশের ক্ষমতা হয়নি, তাঁকে এভাবে প্রতিবাদ মঞ্চে নিয়ে যাওয়া যে অন্যায় তাও মনে করিয়ে দিয়েছে আদালত৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 10, 2020 4:17 PM IST