‘দুধের শিশু কেন শাহিনবাগে? দেখভালের অভাবে শিশুমৃত্যু হয়েছে’, ক্ষোভ আদালতের

Last Updated:
#নয়া দিল্লি: যথেষ্ট দেখভালের ব্যবস্থা নেই, তাও কেন শাহিনবাগে নিয়ে যাওয়া হচ্ছে শিশুদের? একটি চারমাসের শিশু কি এভাবে কোনও আন্দোলনের মঞ্চে যেতে পারে? সিএএ-এনআরসির বিরুদ্ধে শাহিনবাগে তৈরি হওয়া প্রতিবাদ মঞ্চে একরত্তি শিশুর মৃত্যুর ঘটনায় এভাবেই ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট৷
৩০ জানুয়ারি মা বাবার সঙ্গে শাহিনবাগের প্রতিবাদ মঞ্চ থেকে ফেরার পথে মৃত্যু হয় এক চারমাসের শিশুর৷ এই ঘটনার পরেই ২০১৯ সালের ইন্ডিয়ান কাউন্সিল অফ চাইল্ড ওয়েলফেয়ার পুরস্কার প্রাপক জেন গুণরত্ন সদভর্তে সরাসরি একটি চিঠি লেখেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দপ্তরে৷ অভিযোগ করা হয়, শাহিনবাগে যে অভিভাবকরা তাঁদের সন্তানদের নিয়ে যাচ্ছেন তাঁরা খেয়াল রাখছেন না যে ওখানে শিশু নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা নেই৷ সেই কারণেই ওখানে শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে৷ পাশাপাশি, প্রতিবাদ মঞ্চে মহিলা, প্রবীন ও সদ্যজাত শিশুদের যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে তা উচিত না৷ শিশুদের ক্ষেত্রে এই নিষেধজ্ঞা বেশি করে প্রয়োজ্য৷ কারণ, তাঁদের যে পরিবেশে দিনের পর দিন কাটাতে হচ্ছে তা ওই বয়সের শিশুর পক্ষে সহ্য করা অসম্ভব৷ তাঁরা তো নিজেদের যন্ত্রণার কথাও বলতেও পারে না৷ শিশু অধিকার এখানে লঙ্ঘিত হচ্ছে৷ তার জন্যই মৃত্যু হয়েছে শিশুটির৷ পুলিশই বা এই শিশুদের আন্দোলন মঞ্চে নিয়ে যেতে দিচ্ছে কী করে?
advertisement
এই চিঠির প্রেক্ষিতেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করার কথা জানিয়েছে শীর্ষ আদালত৷ পাশাপাশি, যে শিশুর মত প্রকাশের ক্ষমতা হয়নি, তাঁকে এভাবে প্রতিবাদ মঞ্চে নিয়ে যাওয়া যে অন্যায় তাও মনে করিয়ে দিয়েছে আদালত৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘দুধের শিশু কেন শাহিনবাগে? দেখভালের অভাবে শিশুমৃত্যু হয়েছে’, ক্ষোভ আদালতের
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement