#নয়াদিল্লি: কংগ্রেসের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ করেন হুইসলব্লোয়ার ক্রিস্টোফার উইলির ৷ যার জেরে ফের সরগরম হয়ে উঠেছিল রাজনীতির মঞ্চ ৷ কিন্তু উইলির এই দাবি খারিজ করে দেয় কেমব্রিজ অ্যানালিটিকা ৷
কেমব্রিজ অ্যানালিটিকা জানায়, ‘নিজের ভুল ব্যাখ্যা দিয়েছেন উইলির ৷ সংস্থার বিরুদ্ধে ভুল ব্যাখ্যা করেছেন তিনি ৷’ তথ্য ফাঁস নিয়ে কি বলছেন উইলি তা নিয়ে ধন্দে কেমব্রিজ অ্যানালিটিকা ৷ পাশাপাশি সংস্থা জানায়, উইলি কেমব্রিজ অ্যানালিটিকার প্রাক্তন কর্মী ৷ তাই বর্তমানে সংস্থার কাজকর্ম সম্পর্কে উইলি কিছুই জানেন না বলে দাবি কেমব্রিজ অ্যানালিটিকার ৷
আর কেমব্রিজ অ্যানালিটিকার এই মন্তব্যের পরই ফের বিজেপি কংগ্রেস রাজনৈতিক তরজা তুঙ্গে ৷ বিজেপি নেতা রবিশংকর প্রসাদ বলেন, ‘ রাহুল গান্ধির মুখোশ খুলে গিয়েছে ৷ এতদিন রাহুল অস্বীকার করছিলেন বিষয়টি ৷ তাই এবার রাহুল ও কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে ৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।