'কল অফ দ্য ব্লু ওয়াটারস', ভারতীয় নৌসেনার জন্য গান লিখলেন প্রসূন জোশী
- Published by:Rukmini Mazumder
Last Updated:
গানটি কম্পোজ করেছেন শঙ্কর-এহসান-লয়। সম্প্রতি নৌদিবসে বিশাখাপত্তনমে আয়োজিত জাকজমকপূর্ণ অনুষ্ঠানে গানটি মুক্তি পায়।
#নয়াদিল্লি: ভারতীয় নৌসেনার জন্য বিশেষ গান লিখলেন প্রখ্যাত গীতিকার প্রসূন জোশী। গানটি কম্পোজ করেছেন শঙ্কর-এহসান-লয়। সম্প্রতি নৌদিবসে বিশাখাপত্তনমে আয়োজিত জাকজমকপূর্ণ অনুষ্ঠানে গানটি মুক্তি পায়।
এই প্রথম নৌদিবসের অনুষ্ঠান দিল্লির বাইরে কোথাও অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে শঙ্কর মহাদেবনের মনমুগ্ধ করা লাইভ পারফরম্যান্স, সঙ্গী লয় আর এহসান... দর্শকদের কাছে সে ছিল এক স্বর্গীয় অনুভূতি। রামকৃষ্ণ বিচ-এ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন ভারতের রাষ্ট্রপতি তথা সশস্ত্র বাহিনীর সুপ্রিম কম্যান্ডার দ্রৌপদী মুর্মু। উপস্থিত ছিলেন নৌসেনার আরও বহু বিশিষ্ট পদাধিকারিকরা। শঙ্কর মহাদেবনের গানে যান্ত্রিক সঙ্গত দেয় খোদ ভারতীয় নৌসেনার আধিকারিকরা।
advertisement
গানের ভিডিওর পরিচালনা করেছেন সঞ্জীব শিবন ও দীপ্তি পিল্লাই শিবন। নৌদিবসের অনুষ্ঠানে সামিল হতে হাজির ছিলেন হাজার-হাজার দর্শক। সৈকতের ধার আলিকমালায় সেজে উঠেছিল। দর্শকদের দেখার জন্য ছিল নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস খঞ্জর, আইএনএস কির্চ, ডেসট্রয়ার আইএনএস দিল্লি, ফ্রিগেট আইএনএস সাহিয়াদ্রি, ডেসট্রয়ার আইএনএস কোচি
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 10, 2022 5:41 PM IST