মিশর পুলিশের উপর হামলা, নিহত ৪

Last Updated:

মিশর পুলিশের উপর হামলা চালাল এক দল বন্ধুকধারী ৷ সারা বিশ্ব যখন সন্ত্রাসবাদ নিয়ে আতঙ্কে, তখন এমন হামলায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে ৷ শনিবার হওয়া এই হামলায় প্রাণ হারিয়েছেন চার জন পুলিশকর্মী ৷

#কায়রো: মিশর পুলিশের উপর হামলা চালাল এক দল বন্ধুকধারী ৷ সারা বিশ্ব যখন সন্ত্রাসবাদ নিয়ে আতঙ্কে, তখন এমন হামলায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে ৷ শনিবার হওয়া এই হামলায় প্রাণ হারিয়েছেন চার জন পুলিশকর্মী ৷ রাজধানী কায়রো থেকে ৩৫ কিলোমিটার দুরে সাক্কারা এলাকায় ঘটনাটি ঘটেছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর ৷ স্বরাষ্ট্র মন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে, কয়েকজন দুষ্কৃতি মোটরবাইকে চড়ে   হামলা চালায় ৷ এদিন সকালে সাক্কারার পুলিশ চেকপোস্টকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে দুষ্কৃতিরা ৷ মুখে মুখোশ পড়ে থাকার কারণে কাউকেই চিনতে পারা যায়নি ৷ এখনও পযর্ন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি বলে জানিয়েছে পুলিশ ৷
পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় চার পুলিশকর্মীর ৷ এলোপাথাড়ি গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বন্ধুকধারীরা ৷ তবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ ৷ বন্ধুকধারীদের ধরতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ৷ এই মুহূর্তে সারা বিশ্বে একের পর এক হামলা চালাচ্ছে জঙ্গিরা ৷ তাই পুলিশ একপ্রকার নিশ্চিত যে এই হামলাকারিরাও কোনও না কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মিশর পুলিশের উপর হামলা, নিহত ৪
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement