মিশর পুলিশের উপর হামলা, নিহত ৪
Last Updated:
মিশর পুলিশের উপর হামলা চালাল এক দল বন্ধুকধারী ৷ সারা বিশ্ব যখন সন্ত্রাসবাদ নিয়ে আতঙ্কে, তখন এমন হামলায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে ৷ শনিবার হওয়া এই হামলায় প্রাণ হারিয়েছেন চার জন পুলিশকর্মী ৷
#কায়রো: মিশর পুলিশের উপর হামলা চালাল এক দল বন্ধুকধারী ৷ সারা বিশ্ব যখন সন্ত্রাসবাদ নিয়ে আতঙ্কে, তখন এমন হামলায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে ৷ শনিবার হওয়া এই হামলায় প্রাণ হারিয়েছেন চার জন পুলিশকর্মী ৷ রাজধানী কায়রো থেকে ৩৫ কিলোমিটার দুরে সাক্কারা এলাকায় ঘটনাটি ঘটেছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর ৷ স্বরাষ্ট্র মন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে, কয়েকজন দুষ্কৃতি মোটরবাইকে চড়ে হামলা চালায় ৷ এদিন সকালে সাক্কারার পুলিশ চেকপোস্টকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে দুষ্কৃতিরা ৷ মুখে মুখোশ পড়ে থাকার কারণে কাউকেই চিনতে পারা যায়নি ৷ এখনও পযর্ন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি বলে জানিয়েছে পুলিশ ৷
পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় চার পুলিশকর্মীর ৷ এলোপাথাড়ি গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বন্ধুকধারীরা ৷ তবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ ৷ বন্ধুকধারীদের ধরতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ৷ এই মুহূর্তে সারা বিশ্বে একের পর এক হামলা চালাচ্ছে জঙ্গিরা ৷ তাই পুলিশ একপ্রকার নিশ্চিত যে এই হামলাকারিরাও কোনও না কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ৷
Location :
First Published :
November 28, 2015 6:17 PM IST