কর্মপ্রার্থীদের জন্য বড় খবর, চাকরির ক্ষেত্রে নিয়োগে আসছে বড়সড় পরিবর্তন, ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সিতে অনুমোদন মন্ত্রিসভার
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
আলাদা আলাদা পরীক্ষা নয়, এবার একটি সর্বভারতীয় চাকরির পরীক্ষার মাধ্যমেই হবে বিভিন্ন বিভাগে শূন্যপদে কর্মী নিয়োগ
#নয়াদিল্লি: ৩৪ বছর পর শিক্ষানীতির আমূল পরিবর্তনের পর এবার কর্মক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রেও মোদি সরকার আনছে বড়সড় পরিবর্তন ৷ বদলে যেতে চলেছে নিয়োগের সমস্ত নীতি ৷ মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকে প্রস্তাবিত ন্যাশনাল রিক্রুইটমেন্ট এজেন্সি গঠনের জন্য অনুমোদন দিল নরেন্দ্র মোদির মন্ত্রিসভা ৷ সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন এদিন মন্ত্রিসভায় এবার দেশে কর্মপ্রার্থী নিয়োগের জন্য ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এতে আগের থেকে অনেক সহজেই চাকরি পেতে পারবেন যোগ্য চাকরিপ্রার্থীরা ৷
বিভিন্ন বিভাগে নন গেজেটেড শূন্যপদে নিয়োগের জন্য আলাদা আলাদা করে পরীক্ষা নয়, ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে নেওয়া হবে একটিই পরীক্ষা Common Eligibility Test (CET) ৷ এই পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকারের বিভিন্ন শূন্যপদে ও পাবলিক সেক্টর ব্যাঙ্কে যোগ্য কর্মপ্রার্থীদের নিয়োগ করা হবে ৷
বছরে ১.২৫ লাখ সরকারি চাকরির জন্য আলাদা আলাদা বিভিন্ন পরীক্ষা দেন প্রায় ২.৫ কোটি সরকারি চাকরিপ্রার্থী ৷ তার বদলে এবার থেকে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে নেওয়া হবে একটিই সর্বভারতীয় অনলাইন পরীক্ষা ৷ ওই পরীক্ষার স্কোরের ভিত্তিতেই হবে চাকরিপ্রার্থীর নির্বাচন ৷ বিভিন্ন সরকারি দফতর ও পাবলিক সেক্টর ব্যাঙ্ক শূন্যপদের নিরিখে ওই স্কোর দেখেই বেছে নেবেন প্রার্থী ৷ এর ফলে পরীক্ষার আয়োজন ও সেই সংক্রান্ত খাতে খরচ হওয়া সরকারের কোটি কোটি টাকা বাঁচবে ৷ চাকরিপ্রার্থীরাও বার বার পরীক্ষার ফর্ম ফিলাপ, পরীক্ষা দিতে বিভিন্ন কেন্দ্রে ছুটে যাওয়া এমন হয়রানি থেকে মুক্তি পাবেন ৷
advertisement
advertisement
জানা গিয়েছে বছরে দু’বার ১২টি ভাষায় নেওয়া হবে এই CET ৷ প্রতি জেলার হেডকোয়াটার্রে থাকবে এর সেন্টার ৷ পরীক্ষার জন্য এক হাজার সেন্টার অর্থাৎ পরীক্ষা কেন্দ্র তৈরি করবে কেন্দ্র ৷ তবে এতে আবেদনের জন্য বয়সে কোনও ছাড় দেওয়া হবে না ৷ তবে সরকারি নিয়ম অনুযায়ী পরীক্ষার ফি-এর ক্ষেত্রে ছাড় বজায় থাকছে ৷ উল্লেখ্য, ২০২০-২১ অর্থবর্ষে বাজেট পেশের সময়ই ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি ও Common Eligibility Test (CET) -এর কথা উল্লেখ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 19, 2020 4:09 PM IST