কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন রোড সেফটি বিলের, আরও কঠোর হচ্ছে ট্রাফিক আইন

Last Updated:

কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন রোড সেফটি বিলের ৷ বহুপ্রতীক্ষিত মোটর ভেহিকল (সংশোধনী) বিল, ২০১৬-এর অনুমোদন দিল সরকার।

#নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন রোড সেফটি বিলের ৷ বহুপ্রতীক্ষিত মোটর ভেহিকল (সংশোধনী) বিল, ২০১৬-এর অনুমোদন দিল সরকার। এর জেরে আরও কঠোর হতে চলেছে  ট্রাফিক আইন ৷ এবার থেকে ট্রাফিক আইন ভাঙলেই আরও বেশি ভোগান্তি পোহাতে হবে ৷ রাস্তায় দুর্ঘটনা সংখ্যা কমানো ও পথচারীদের নিরাপত্তা বাড়ানো এই বিলের মূল উদ্দেশ্য ৷ পরিসংখ্যা অনুযায়ী বছরের প্রায় ১.৫ লক্ষ মানুষের দুর্ঘটনায় মৃত্যু হয় ৷ নতুন নিয়ম কার্যকর হলে দুর্ঘটনার হার প্রায় ৫০ শতাংশ কমে যাবে বলে মনে করছে সরকার ৷
এক নজরে দেখে নিন নতুন বিল অনুযায়ী কী কী নতুন নিয়ম চালু হতে চলেছে ?
১. নতুন বিল অনুযায়ী মদ্যপ বা মত্ত অবস্থায় গাড়ি চালালে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে ৷ এই ক্ষেত্রে জরিমানার অঙ্ক পাঁচগুণ বাড়ানো হয়েছে ৷ 
advertisement
২. গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে (হিট অ্যান্ড রান) ২৫ হাজার থেকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে ৷ পথ দুর্ঘটনার ক্ষেত্রে ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়েছে ৷
advertisement
৩. যদি কোনও নাবালক ট্রাফিক নিয়ম ভাঙে সেক্ষেত্রে দোষী হিসেবে ধরা হবে তাদের অভিভাবকদের। গাড়িটির রেজিস্ট্রেশন বাতিল করা হবে ৷ সাজা হতে পারে গাড়িরমালিকেরও ৷ এছাড়াও অভিভাবকদের ২৫ হাজার টাকা জরিমানা-সহ ৩বছরের জেল হতে পারে ৷
৪. হেলমেটবিহীন বাইক চালালে ২ হাজার টাকা জরিমানা ও লাইসেন্সও সাসপেন্ড করা হতে পারে ৷
advertisement
৫. নির্ধারিত মাত্রার বেশি গতিতে গাড়ি চালালে জরিমানা হতে পারে ১ হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত।
৬. বিমা ছাড়া গাড়ি চালালে ২ হাজার টাকা জরিমানা বা তিন মাসের জেল হতে পারে।
৭.সিট বেল্ট না পরে গাড়ি চালালে জরিমানা হবে ১০০০ টাকা।
কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়ি জানিয়েছেন, রোড সেফটি বিল একটি ঐতিহাসিক পদক্ষেপ ৷ হাজার হাজার মানুষের জীবন রক্ষা করতে সাহায্য করবে এই পদক্ষেপ ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন রোড সেফটি বিলের, আরও কঠোর হচ্ছে ট্রাফিক আইন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement