Citizenship Amendment Act Protest: নাগরিকত্ব আইনের প্রতিবাদ বিক্ষোভে উত্তাল উত্তরপ্রদেশ, আগুন বাসে-পুলিশ পোস্টে
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার ক্ষোভের আগুনে জ্বলছে যোগী রাজ্য ৷ উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ-অবরোধ।
#লখনউ: নাগরিকত্ব আইনের বিরোধিতায় তোলপাড় দেশ। বৃহস্পতিবার ক্ষোভের আগুনে জ্বলছে যোগী রাজ্য ৷ উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ-অবরোধ। লখনউয়ে থানায় আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা । সম্ভলে দুটি সরকারু বাসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা ৷
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পথে নামা বিক্ষোভকারীদের মিছিল পুলিশ আটকালে শুরু হয় অশান্তি ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় ৷ বিক্ষোভকারীদের হঠাতে লাঠি চালায় পুলিশ ৷ বিক্ষোভকারীদের ভিড় থেকে ক্রমাগত পুলিশকে লক্ষ করে ছুটে আসে ইঁটের টুকরো, পাথর ৷ স্পর্শকাতর পরিস্থিতি বুঝেই এদিন রাজ্যের বেশ কিছু এলাকাতে কার্ফু জারি করা হয় ৷ তবুও ১৪৪ ধারা ভেঙেই পথে নামে সাধারণ মানুষ ৷ আইন শৃঙ্খলার অবনতি এড়াতে বেশ কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ সব মিলিয়ে উত্তর পূর্বের রাজ্য থেকে প্রতিবাদের আগুন এখন ছড়িয়ে পড়েছে উত্তরপ্রদেশ সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ৷
advertisement
অন্যদিকে, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল শুধু উত্তরপ্রদেশই নয়, দিল্লি, বেঙ্গালুরু ও হায়দরাবাদে চলছে বিক্ষোভ ৷ সকাল থেকে বন্ধ দিল্লির ১৪টি মেট্রো স্টেশন৷ আটক করা হয়েছে রামচন্দ্র গুহ, যোগেন্দ্র যাদবের মতো বিশিষ্টদের৷ আটক করা হয়েছে জেএনইউ-এর ছাত্রনেতা উমর খালিদকেও৷ বিশাল মিছিলে দিল্লি, হায়দরাবাদ ও বেঙ্গালুরুর জনজীবন বিপর্যস্ত৷ বেঙ্গালুরু ও মেঙ্গালুরুতে নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ একটা বড় অংশে জারি করা হয়েছে ১৪৪ ধারা৷
advertisement
advertisement
Sambhal: A State Transport bus set ablaze, allegedly during protest against #CitizenshipAmendmentAct. More details awaited. pic.twitter.com/rtjO2rEF1A
— ANI UP (@ANINewsUP) December 19, 2019
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 19, 2019 4:14 PM IST