Citizenship Amendment Act Protest: নাগরিকত্ব আইনের প্রতিবাদ বিক্ষোভে উত্তাল উত্তরপ্রদেশ, আগুন বাসে-পুলিশ পোস্টে

Last Updated:

বৃহস্পতিবার ক্ষোভের আগুনে জ্বলছে যোগী রাজ্য ৷ উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ-অবরোধ।

#লখনউ: নাগরিকত্ব আইনের বিরোধিতায় তোলপাড় দেশ। বৃহস্পতিবার ক্ষোভের আগুনে জ্বলছে যোগী রাজ্য ৷ উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ-অবরোধ। লখনউয়ে থানায় আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা । সম্ভলে দুটি সরকারু বাসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা ৷
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পথে নামা বিক্ষোভকারীদের মিছিল পুলিশ আটকালে শুরু হয় অশান্তি ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় ৷ বিক্ষোভকারীদের হঠাতে লাঠি চালায় পুলিশ ৷ বিক্ষোভকারীদের ভিড় থেকে ক্রমাগত পুলিশকে লক্ষ করে ছুটে আসে ইঁটের টুকরো, পাথর ৷ স্পর্শকাতর পরিস্থিতি বুঝেই এদিন রাজ্যের বেশ কিছু এলাকাতে কার্ফু জারি করা হয় ৷ তবুও ১৪৪ ধারা ভেঙেই পথে নামে সাধারণ মানুষ ৷ আইন শৃঙ্খলার অবনতি এড়াতে বেশ কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ সব মিলিয়ে উত্তর পূর্বের রাজ্য থেকে প্রতিবাদের আগুন এখন ছড়িয়ে পড়েছে উত্তরপ্রদেশ সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ৷
advertisement
অন্যদিকে, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল শুধু উত্তরপ্রদেশই নয়, দিল্লি, বেঙ্গালুরু ও হায়দরাবাদে চলছে বিক্ষোভ ৷ সকাল থেকে বন্ধ দিল্লির ১৪টি মেট্রো স্টেশন৷ আটক করা হয়েছে রামচন্দ্র গুহ, যোগেন্দ্র যাদবের মতো বিশিষ্টদের৷ আটক করা হয়েছে জেএনইউ-এর ছাত্রনেতা উমর খালিদকেও৷ বিশাল মিছিলে দিল্লি, হায়দরাবাদ ও বেঙ্গালুরুর জনজীবন বিপর্যস্ত৷ বেঙ্গালুরু ও মেঙ্গালুরুতে নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ একটা বড় অংশে জারি করা হয়েছে ১৪৪ ধারা৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Citizenship Amendment Act Protest: নাগরিকত্ব আইনের প্রতিবাদ বিক্ষোভে উত্তাল উত্তরপ্রদেশ, আগুন বাসে-পুলিশ পোস্টে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement