C V Anand Bose: বাংলায় নৈরাজ্য চলছে, দিল্লি গিয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট দিলেন রাজ্যপাল! কী সুপারিশ করলেন সি ভি আনন্দ বোস?
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
রাজ্যপাল রাষ্ট্রপতিকে যে রিপোর্ট জমা দিয়েছেন, তাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে৷
রাজ্যে কিছু অংশে কি নির্বাচনের আগেই মোতায়েন করা হবে আধা সেনা? নাগরাকাটায় বিজেপি সাংসদ এবং বিধায়ক আক্রান্ত হওয়ার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দেওয়া রিপোর্টে রাজ্যপাল এমনই প্রস্তাব দিয়েছেন বলে সূত্রের খবর৷
উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়া এলাাকগুলি ঘুরে দেখার পর এ দিনই দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট জমা দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ এর পরই সংবাদমাধ্যমের মুখোমুখি পুলিশ প্রশাসনের এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দেন রাজ্যপাল৷
তিনি বলেন, গত কয়েক দিন ধরে বাংলার রাস্তায় কী চলছে আমরা দেখেছি৷ একদিকে প্রাকৃতিক দুর্যোগ অন্যদিকে মানুষের অত্যাচার৷ আইনশৃঙ্খলার গলা টিপে ধরা হচ্ছে৷ যাঁদের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার কথা, তাঁরাই অন্যদের কথায় চলছেন।
advertisement
advertisement
এর পরই কড়া সুরে রাজ্যপাল বলেন, বাংলার মানুষ আরও ভাল পুলিশি ব্যবস্থা এবং প্রশাসন পাওয়ার অধিকারী৷ বাংলায় এই পরিস্থিতি চলতে পারে না৷ গুন্ডারাজ চলছে, মানুষ ভয়ে ভয়ে রয়েছেন৷ এই পরিস্থিতি চলতে পারে না৷ রাষ্ট্রপতিকে যা রিপোর্ট দেওয়ার আমি দিয়েছি৷ তা আমি প্রকাশ্যে বলব না৷ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যেরই৷
রাজ্যে ৩৫৫ অথবা ৩৫৬ ধারা প্রয়োগের জন্য তিনি কোনও প্রস্তাব দিয়েছেন কি না, এই প্রশ্নের জবাবে রাজ্যপাল অবশ্য জানান, এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি৷ রাজ্যপাল আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল৷ সবাই মিলেই রাজ্যের পরিস্থিতির উন্নতি করতে হবে বলে পরামর্শ দিয়েছেন রাজ্যপাল৷
advertisement
সূত্রের খবর, রাজ্যপাল রাষ্ট্রপতিকে যে রিপোর্ট জমা দিয়েছেন, তাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে৷ সেই রিপোর্টে তদন্ত কমিটি গঠন, রাজ্যের কিছু অংশে আধা সেনা মোতায়েনের মতো পরামর্শও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷
রাজ্যপাল জানিয়েছেন, নাগরাকাটা কাণ্ডের পর অভিযুক্তদের গ্রেফতারির জন্য রাজ্য সরকারকে তিনি ২৪ ঘণ্টা সময় দিয়েছিলেন৷ তা না হলে সংবিধান মেনেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল৷ চব্বিশ ঘণ্টার সেই সময়সীমা ফুরিয়েছে বলেও জানিয়ে দিয়েছেন রাজ্যপাল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 08, 2025 5:40 PM IST








