লোকসভার সঙ্গেই ১২টি রাজ্যে উপনির্বাচনের সিদ্ধান্ত
Last Updated:
#নয়াদিল্লি: ১৭ তম লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ১১ এপ্রিল থেকে শুরু সাত দফার ভোটগ্রহণ। শেষ দফার ভোট ১৯ মে। ভোটের ফল ঘোষণা ২৩ মে। উত্তরপ্রদেশ ও বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গেও হবে ৭ দফায় ভোটগ্রহণ ৷ লোকসভা ভোটের সঙ্গে বিধানসভা ভোট হবে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওডিশা এবং সিকিম, এই চার রাজ্যে। লোকসভা ভোটের সঙ্গেই ১২টি রাজ্যের ৩৪টি বিধানসভা কেন্দ্রে হবে উপনির্বাচন ৷ রবিবার সাংবাদিক বৈঠকে সেকথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা ৷
৩৪টি বিধানসভা কেন্দ্রের তালিকা দেখে নিন একনজরে---
১) বিহার- দেহরি- ১৯ মে
advertisement
২) বিহার- নওদা- ১১ এপ্রিল
৩) গোয়া- ম্যানড্রেম- ২৩ এপ্রিল
৪) গোয়া- মাপুসা- ২৩ এপ্রিল
৫) গোয়া- সিরোদা- ২৩ এপ্রিল
৬) গুজরাত- উনঝা- ২৩ এপ্রিল
৭) গুজরাত- তালালা- ২৩ এপ্রিল
৮) মধ্যপ্রদেশ- চিন্দওয়ারা- ২৯ এপ্রিল
৯) মহারাষ্ট্র- কাটোল- ১১ এপ্রিল
advertisement
১০) মেঘালয়া- সেলসেল্লা(ST)- ১১ এপ্রিল
১১) মিজোরাম- আইজল পশ্চিম-l(ST)- ১১ এপ্রিল
১২) নাগাল্যান্ড- আওঙ্গেলেনদেন(ST)- ১১ এপ্রিল
১৩) পদুচেরি- থাট্টানচাওয়ারি- ১৮ এপ্রিল
১৪) তামিলনাড়ু- পুনামাল্লে(SC)- ২৩ এপ্রিল
১৫) তামিলনাড়ু- পেরাম্বুর- ২৩ এপ্রিল
১৬) তামিলনাড়ু- থিরুপোরুর- ২৩ এপ্রিল
১৭) তামিলনাড়ু- শোলিঙ্গুর- ২৩ এপ্রিল
১৮) তামিলনাড়ু- গুড়িয়াত্থাম-(SC)- ২৩ এপ্রিল
১৯) তামিলনাড়ু- আম্বুর- ২৩ এপ্রিল
advertisement
২০) তামিলনাড়ু- হোসুর- ২৩ এপ্রিল
২১) তামিলনাড়ু- পাপ্পিরেদ্দিপ্পাত্তি- ২৩ এপ্রিল
২২) তামিলনাড়ু- হারুর(SC)- ২৩ এপ্রিল
২৩) তামিলনাড়ু- নীলাকোট্টাই(SC)- ২৩ এপ্রিল
২৪) তামিলনাড়ু- তিরুভারুর- ২৩ এপ্রিল
২৫) তামিলনাড়ু- তানজাভুর- ২৩ এপ্রিল
২৬) তামিলনাড়ু- মানামাদুরাই(SC)- ২৩ এপ্রিল
২৭) তামিলনাড়ু- আন্দিপাত্তি- ২৩ এপ্রিল
২৮) তামিলনাড়ু- পেরিয়াকুলাম(SC)- ২৩ এপ্রিল
২৯) তামিলনাড়ু- সাত্তুর- ২৩ এপ্রিল
advertisement
৩০) তামিলনাড়ু- পারামাকুড়ি(SC)- ২৩ এপ্রিল
৩১) তামিলনাড়ু- ভিলাথিকুলাম- ২৩ এপ্রিল
৩২) উত্তরপ্রদেশ- নিঘাসান- ২৯ এপ্রিল
৩৩) পশ্চিমবঙ্গ- কৃষ্ণাগঞ্জ(SC)- ২৯ এপ্রিল
৩৪) পশ্চিমবঙ্গ- উলুবেড়িয়া(পূর্ব)- ৬ মে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 10, 2019 11:59 PM IST