লোকসভার সঙ্গেই ১২টি রাজ্যে উপনির্বাচনের সিদ্ধান্ত

Last Updated:
#নয়াদিল্লি: ১৭ তম লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ১১ এপ্রিল থেকে শুরু সাত দফার ভোটগ্রহণ। শেষ দফার ভোট ১৯ মে। ভোটের ফল ঘোষণা ২৩ মে। উত্তরপ্রদেশ ও বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গেও হবে ৭ দফায় ভোটগ্রহণ ৷ লোকসভা ভোটের সঙ্গে বিধানসভা ভোট হবে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওডিশা এবং সিকিম, এই চার রাজ্যে। লোকসভা ভোটের সঙ্গেই ১২টি রাজ্যের ৩৪টি বিধানসভা কেন্দ্রে হবে উপনির্বাচন ৷ রবিবার সাংবাদিক বৈঠকে সেকথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা ৷
৩৪টি বিধানসভা কেন্দ্রের তালিকা দেখে নিন একনজরে---
১) বিহার- দেহরি- ১৯ মে
advertisement
২) বিহার- নওদা- ১১ এপ্রিল
৩) গোয়া- ম্যানড্রেম- ২৩ এপ্রিল
৪) গোয়া- মাপুসা- ২৩ এপ্রিল
৫) গোয়া- সিরোদা- ২৩ এপ্রিল
৬) গুজরাত- উনঝা- ২৩ এপ্রিল
৭) গুজরাত- তালালা- ২৩ এপ্রিল
৮) মধ্যপ্রদেশ- চিন্দওয়ারা- ২৯ এপ্রিল
৯) মহারাষ্ট্র- কাটোল- ১১ এপ্রিল
advertisement
১০) মেঘালয়া- সেলসেল্লা(ST)- ১১ এপ্রিল
১১) মিজোরাম- আইজল পশ্চিম-l(ST)- ১১ এপ্রিল
১২) নাগাল্যান্ড- আওঙ্গেলেনদেন(ST)- ১১ এপ্রিল
১৩) পদুচেরি- থাট্টানচাওয়ারি- ১৮ এপ্রিল
১৪) তামিলনাড়ু- পুনামাল্লে(SC)- ২৩ এপ্রিল
১৫) তামিলনাড়ু- পেরাম্বুর- ২৩ এপ্রিল
১৬) তামিলনাড়ু- থিরুপোরুর- ২৩ এপ্রিল
১৭) তামিলনাড়ু- শোলিঙ্গুর- ২৩ এপ্রিল
১৮) তামিলনাড়ু- গুড়িয়াত্থাম-(SC)- ২৩ এপ্রিল
১৯) তামিলনাড়ু- আম্বুর- ২৩ এপ্রিল
advertisement
২০) তামিলনাড়ু- হোসুর- ২৩ এপ্রিল
২১) তামিলনাড়ু- পাপ্পিরেদ্দিপ্পাত্তি- ২৩ এপ্রিল
২২) তামিলনাড়ু- হারুর(SC)- ২৩ এপ্রিল
২৩) তামিলনাড়ু- নীলাকোট্টাই(SC)- ২৩ এপ্রিল
২৪) তামিলনাড়ু- তিরুভারুর- ২৩ এপ্রিল
২৫) তামিলনাড়ু- তানজাভুর- ২৩ এপ্রিল
২৬) তামিলনাড়ু- মানামাদুরাই(SC)- ২৩ এপ্রিল
২৭) তামিলনাড়ু- আন্দিপাত্তি- ২৩ এপ্রিল
২৮) তামিলনাড়ু- পেরিয়াকুলাম(SC)- ২৩ এপ্রিল
২৯) তামিলনাড়ু- সাত্তুর- ২৩ এপ্রিল
advertisement
৩০) তামিলনাড়ু- পারামাকুড়ি(SC)- ২৩ এপ্রিল
৩১) তামিলনাড়ু- ভিলাথিকুলাম- ২৩ এপ্রিল
৩২) উত্তরপ্রদেশ- নিঘাসান- ২৯ এপ্রিল
৩৩) পশ্চিমবঙ্গ- কৃষ্ণাগঞ্জ(SC)- ২৯ এপ্রিল
৩৪) পশ্চিমবঙ্গ- উলুবেড়িয়া(পূর্ব)- ৬ মে
বাংলা খবর/ খবর/দেশ/
লোকসভার সঙ্গেই ১২টি রাজ্যে উপনির্বাচনের সিদ্ধান্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement