দেশ জুড়ে উপনির্বাচনে জয় অব্যাহত বিজেপির, গেরুয়া ঝড়ে মুছে গেল আপ
Last Updated:
পাঁচ রাজ্য বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর উপনির্বাচনেও গেরুয়া বাহিনীরই জয়জয়কার ৷
#নয়াদিল্লি: পাঁচ রাজ্য বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর উপনির্বাচনেও গেরুয়া বাহিনীরই জয়জয়কার ৷ পশ্চিমবঙ্গের দক্ষিণ কাঁথি উপনির্বাচনে জয়লাভ করতে না পারলেও বামফ্রন্ট ও কংগ্রেসকে মাত দিয়ে দ্বিতীয় দল হিসেবে উঠে এসেছে বিজেপি ৷ ২০১৬ সালের নির্বাচনের সময় থেকে ভোট বেড়েছে তিনগুণ ৷
অন্যদিকে, বাকি রাজ্যের উপনির্বাচনের দিকে নজর রাখলে দেখা যাবে সেখানে ভারতীয় জনতা পার্টিরই জয়জয়কার ৷ আট রাজ্যের দশ কেন্দ্রের মধ্যে ৬ টি জিতেছেন বিজেপি প্রার্থীরা। এই উপনির্বাচনের ফলে ফের প্রশ্ন তুলে দিল রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে। কর্নাটকের দু’টি কেন্দ্রের জয় কিছুটা মুখরক্ষা কংগ্রেসের।
দিল্লির রাজৌরিতে নরেন্দ্র মোদির দলের সামনে ধূলিসাৎ আপ ৷ আকালি দলের সঙ্গে জোট বেঁধে ১৪,৬৫২ ভোটের ব্যবধানে সহজ জয় পেয়েছে গেরুয়া বাহিনী ৷ এই আসনে দ্বিতীয় স্থানে লড়াই শেষ করেছে কংগ্রেস ৷ তৃতীয় স্থানে লড়াই শেষ করা আপ-এর জমানত বাজেয়াপ্ত হয়েছে ৷ দিল্লির রাজৌরি গার্ডেন উপনির্বাচনে জিতলেন বিজেপি’র মনজিন্দার সিং শিরসা। সেখানে আপের হরজিৎ সিং পেলেন মাত্র ১০ হাজার ২৪৩ টি ভোট। শুধু দিল্লি নয়, উপনির্বাচনে ঝড় গেরুয়া শিবিরের।
advertisement
advertisement
রাজস্থানের ঢোলপুর ও মধ্যপ্রদেশের বান্ধবগড়ও ঢেকে গিয়েছে গেরুয়া আবিরে ৷ সহজ জয়ে বিধানসভা দখলে রেখেছে বিজেপি ৷ অসমের ধেমাজিতে উড়ল পদ্মের ধ্বজা ৷ হিমাচলের ভোরাঞ্জেও দখল জমিয়েছে বিজেপি ৷ ঝাড়খন্ডে জয় নিশ্চিত করেছে ঝাড়খন্ড মুক্তি মোর্চা ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 13, 2017 4:02 PM IST