Tripura Politics: ২৩ জুন বিজেপির বড় পরীক্ষা, বিরোধী দল হিসেবে পরীক্ষায় নামবে তৃণমূল?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Tripura Politics: সিপিএম বিধায়ক এবং ত্রিপুরা বিধানসভার রমেন্দ্র চন্দ্র দেবনাথের মৃত্যুতে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে৷
#আগরতলা: ত্রিপুরায় উপনির্বাচন ঘোষণা হল। আগামী ২৩ জুন ভোট। ২৬ জুন ভোটের ফল ঘোষণা। আগরতলা, বরদোয়ালি, যুবরাজনগর আর সুরমা কেন্দ্রে ভোট হবে। সুদীপ রায় বর্মন, আশিস দাস এবং আশিস সাহা- এই তিন বিজেপি বিধায়ক পদত্যাগ করায় ত্রিপুরার তিনটি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে৷ অন্যদিকে সিপিএম বিধায়ক এবং ত্রিপুরা বিধানসভার রমেন্দ্র চন্দ্র দেবনাথের মৃত্যুতে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে৷
গত বছরের শেষে ত্রিপুরার পুরভোটে লড়াই করেছিল তৃণমূল কংগ্রেস৷ পুরভোটে বিশেষ সাফল্য না পেলেও প্রায় চব্বিশ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছিল পশ্চিমবঙ্গের শাসক দল৷ যা যথেষ্ট ইতিবাচক বলেই ধরেছিল তৃণমূল নেতৃত্ব৷ ২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন৷ তার আগে চার কেন্দ্রের উপনির্বাচনে ফের একবার ত্রিপুরায় নিজেদের শক্তি পরীক্ষা করে নিতে চায় তৃণমূল কংগ্রেস৷
advertisement
advertisement
উপনির্বাচনে লড়াই করতে পারে তৃণমূল কংগ্রেস। সাংসদ তথা উত্তর পূর্ব দায়িত্বপ্রাপ্ত নেত্রী সুস্মিতা দেব জানিয়েছেন, ‘উপনির্বাচনের প্রস্তুতি আমরা নিচ্ছি৷ ত্রিপুরায় আমাদের রাজ্য দফতর খোলা হবে৷ সেখানে বিজেপি-র ফ্যাসিস্ট শাসন চলছে৷ তার মধ্যেও আমাদের লড়াই, আন্দোলন চলছে৷ কৌশলী হয়েই আমাদের রণকৌশল সাজাতে হচ্ছে৷’
advertisement
তৃণমূল সূত্রে খবর, উপনির্বাচনে লড়াই নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সুস্মিতা দেব, রাজীব বন্দ্যোপাধ্যায়দের মতো ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতাদের আলোচনাও চলছে৷ উপনির্বাচনের প্রস্তুতি বিজেপি-ও জোর কদমে নিতে শুরু করেছে৷ তবে সুদীপ রায় বর্মনের মতো জনপ্রিয় নেতা কংগ্রেসে ফিরে যাওয়ায় উপনির্বাচনে বিজেপি-র কাজটাও সহজ হবে না৷ এদিন অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাণিক সাহা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 25, 2022 8:42 PM IST