Tripura Politics: ২৩ জুন বিজেপির বড় পরীক্ষা, বিরোধী দল হিসেবে পরীক্ষায় নামবে তৃণমূল?

Last Updated:

Tripura Politics: সিপিএম বিধায়ক এবং ত্রিপুরা বিধানসভার রমেন্দ্র চন্দ্র দেবনাথের মৃত্যুতে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে৷

সাফল্য পাবে বিজেপি?
সাফল্য পাবে বিজেপি?
#আগরতলা: ত্রিপুরায় উপনির্বাচন ঘোষণা হল। আগামী ২৩ জুন ভোট। ২৬ জুন ভোটের ফল ঘোষণা। আগরতলা, বরদোয়ালি, যুবরাজনগর আর সুরমা কেন্দ্রে ভোট হবে। সুদীপ রায় বর্মন, আশিস দাস এবং আশিস সাহা- এই তিন বিজেপি বিধায়ক পদত্যাগ করায় ত্রিপুরার তিনটি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে৷ অন্যদিকে সিপিএম বিধায়ক এবং ত্রিপুরা বিধানসভার রমেন্দ্র চন্দ্র দেবনাথের মৃত্যুতে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে৷
গত বছরের শেষে ত্রিপুরার পুরভোটে লড়াই করেছিল তৃণমূল কংগ্রেস৷ পুরভোটে বিশেষ সাফল্য না পেলেও প্রায় চব্বিশ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছিল পশ্চিমবঙ্গের শাসক দল৷ যা যথেষ্ট ইতিবাচক বলেই ধরেছিল তৃণমূল নেতৃত্ব৷ ২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন৷ তার আগে চার কেন্দ্রের উপনির্বাচনে ফের একবার ত্রিপুরায় নিজেদের শক্তি পরীক্ষা করে নিতে চায় তৃণমূল কংগ্রেস৷
advertisement
advertisement
উপনির্বাচনে লড়াই করতে পারে তৃণমূল কংগ্রেস। সাংসদ তথা উত্তর পূর্ব দায়িত্বপ্রাপ্ত নেত্রী সুস্মিতা দেব জানিয়েছেন, ‘উপনির্বাচনের প্রস্তুতি আমরা নিচ্ছি৷ ত্রিপুরায় আমাদের রাজ্য দফতর খোলা হবে৷ সেখানে বিজেপি-র ফ্যাসিস্ট শাসন চলছে৷ তার মধ্যেও আমাদের লড়াই, আন্দোলন চলছে৷ কৌশলী হয়েই আমাদের রণকৌশল সাজাতে হচ্ছে৷’
advertisement
তৃণমূল সূত্রে খবর, উপনির্বাচনে লড়াই নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সুস্মিতা দেব, রাজীব বন্দ্যোপাধ্যায়দের মতো ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতাদের আলোচনাও চলছে৷ উপনির্বাচনের প্রস্তুতি বিজেপি-ও জোর কদমে নিতে শুরু করেছে৷ তবে সুদীপ রায় বর্মনের মতো জনপ্রিয় নেতা কংগ্রেসে ফিরে যাওয়ায় উপনির্বাচনে বিজেপি-র কাজটাও সহজ হবে না৷ এদিন অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাণিক সাহা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Politics: ২৩ জুন বিজেপির বড় পরীক্ষা, বিরোধী দল হিসেবে পরীক্ষায় নামবে তৃণমূল?
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement