• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ভয়াবহ দুর্ঘটনা ! যাত্রীবাহী বাস খাদে উল্টে মৃত ৮

ভয়াবহ দুর্ঘটনা ! যাত্রীবাহী বাস খাদে উল্টে মৃত ৮

Photo: News 18 Hindi

Photo: News 18 Hindi

সিমলায় ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস ৷ সিমলা থেকে টিক্কার যাওয়ার পথে জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে ৷

 • Share this:

  #সিমলা: সিমলায় ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস ৷ সিমলা থেকে টিক্কার যাওয়ার পথে জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে ৷ রাস্তার ধারে খাদে বাস উল্টে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়েছে ৷ আহতের সংখ্যা ২৬ ৷

  হাতকোটি জাতীয় সড়কের উপরে দুর্ঘটনাটি ঘটে ৷ জাতীয় সড়ক থেকে প্রায় ৬০০ কিলোমিটার নিচে খাদে পড়ে যায় বাসটি ৷ সিমলা থেকে টিক্কার যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর ৷ থিওগ থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷

  সিমলা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে বাস দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর ৷ যদিও কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে ৷ সেই বিষয়টি এখনও অবধি স্পষ্ট নয় ৷ আশঙ্কা করা হচ্ছে, চাকা পিছলে গিয়েই পাশের খাদে পড়ে যায় বাসটি ৷

  আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক ৷

  First published: