গোটা দেশেই চলছে লক ডাউন। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৪ মার্চ থেকে দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ প্রায় সব কলকারখানা। রাস্তা-ঘাটে কমেছে গাড়ি-ঘোড়া চলাচল। ফলে এক ধাক্কায় অনেকটাই কমেছে দূষণও। আর এই সুযোগেই যেন ডানা মেলতে চলেছে এই বসুন্ধরা। বিশ্ব যখন নাভিঃশ্বাস তুলছে । তখন আপন খেয়ালে ফের নিজেকে একটু গুছিয়ে নি্চ্ছে প্রকৃতি।
মানুষের অত্যাচারে একটু ওলোটপালট হয়ে যাওয়া, অনেকটা দূষণ বেড়ে যাওয়া, আন্টার্টিকার গলে যাওয়া বরফ, বেড়ে যাওয়া জলস্তর, কমে যাওয়া সবুজ, ফিকে হয়ে যাওয়া অক্সিজেন, সবটাই আবার একটু একটু করে সাজিয়ে নিচ্ছে প্রকৃতি মা। নিস্তেজ হয়ে যাওয়া শহরে আজ বিনা চিন্তায় হেঁটে বেড়াচ্ছে হরিণ, নীলগাই, বাঘরোল, ভামের দল।
দিল্লি, মুম্বই, কলকাতার মতো ব্যস্ত শহরে কমেছে ধূলো-বালি, ধোঁয়া। পরিষ্কার আকাশে আরও পরিষ্কার বাতাসে প্রাণ ভরে শ্বাস নিচ্ছে সকলে। মাত্র কয়েকদিনেই দূষণ কমেছে উল্লেখযোগ্য হারে। শতছিদ্র হয়ে যাওয়া ওজন স্তরের ক্ষতে একটু একটু করে প্রলেপ লাগছে । আর সে কারণেই ৩০ বছর পর পঞ্জাবের জলন্ধর থেকে খালি চোখেই দেখা যাচ্ছে শেতশুভ্র হিমালয়কে। গতকাল জলন্ধরবাসীর ঘুম ভেঙেছে পরিষ্কার আকাশে হেলান দেওয়া হিমালয়কে প্রাণ ভরে দেখতে দেখতে। সোশ্যাল মিডিয়ার দেওয়ার ভরে উঠেছে এই অভূতপূর্ব দৃশ্যে।
Entire Himalayan range is now visible from Jalandhar, Punjab. Nature at it's best :) pic.twitter.com/MA3x0isc4k
— Rajat Sain | ਰਜਤ ਸੈਨ | रजत सैन (@SainRajat) April 3, 2020
The mighty Dhauladhars in Himachal Pradesh are now visible from Jalandhar as the air gets cleaner due to lockdown. Never thought this was possible!
— Man Aman Singh Chhina (@manaman_chhina) April 3, 2020
First pic is from a DSLR and second from a mobile phone camera.
Pics courtesy colleague @Anjuagnihotri1 pic.twitter.com/IFGst3jP8k
তারপর থেকে শুরু হয় সোশ্যাল মিডিয়ায় এই নিয়এ ট্রোল। কেউ লিখছে নয়ডা থেকে দেখা যাচ্ছে বুর্জ খলিফা তো কেউ লিখেছে ঝারখন্ড থেকে দেখা যাচ্ছে ব্যাংকক।
Because of no pollution, I can see Burj Khalifa from Noida today. Nature is healing. pic.twitter.com/YeQ1oc8tLx
— Trendulkar (@Trendulkar) April 5, 2020
Because of no pollution:https://t.co/djYxi1eW1Q
— Dr. Drake Ramoray (@arjunnazi) April 5, 2020
Because of no pollution I can see Karachi from Mumbai! #natureishealing pic.twitter.com/zDQrzowFUx
— Taral Patel (@patel_taral) April 5, 2020
Because of no pollution, I can see this statue from shimla today. Wtf pic.twitter.com/Ch71ROkWS2
— Quarantined A (@Akshat415) April 5, 2020
Because of no pollution, I can see gods from my balcony.... #9pm9minutes pic.twitter.com/V9TzcbphQL
— चक्रवर्ती सम्राट (@Ndmodi2024) April 5, 2020
Because of no pollution, I can see Himalayas from Chennai today. Nature is healing. pic.twitter.com/0nE0x4s6zY
— Java Rock (@JavaRaghu) April 5, 2020
Because of no pollution, I can see Eiffel Tower from Indore today. Nature is healing.pic.twitter.com/uSOCo0b2OG
— Anurag Verma (@Anu_224) April 5, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Burj Khafila, Eiffel Tower, Pollution