শ্রী শ্রী রবিশঙ্করের আশ্রমে গেলেন বুরহানের বাবা
Last Updated:
#নয়াদিল্লি: তাঁর ছেলের মৃত্যুতে ৫১ দিন ধরে উত্তপ্ত কাশ্মীর ৷ উত্তাল কাশ্মীরকে শান্ত করার যখন মরিয়া চেষ্টা চালাচ্ছে কেন্দ্র, তখন বুরহান ওয়ানির বাবা মুজাফর কে দেখা গেল আর্ট অফ লিভিং-এর স্রষ্টা শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে সময় কাটাতে ৷
আধ্যত্মিক গুরু নিজেই সোশ্যাল মিডিয়ায় মুজাফর ওয়ানি ও তাঁর ছবি পোস্ট করে লেখেন, শেষ দু’দিন ধরে তাঁর আশ্রমেই সময় কাটিয়েছেন মৃত হিজাবুল জঙ্গি বুরহানের বাবা ৷
তবে ঠিক কী কারণে মুজাফর ওয়ানি সেখানে গিয়েছিলেন সে সম্পর্কে স্পষ্ট কিছু বলেননি শ্রী শ্রী রবিশঙ্কর ৷ বরং তিনি বলেছেন নানা বিষয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে ৷ কূটনৈতিক মহলের মত, আধ্যাত্মিক গুরুর সঙ্গে মুজাফর ওয়ানির এই দেখা করার বিষয়টি কাশ্মীরের অশান্ত মহলের কাছে একটি ভাল বার্তা ৷ শনিবারই জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
advertisement
advertisement
সন্ত্রাসবাদের পোস্টার বয়, নিহত হিজাবুল মুজাহিদ্দিন জঙ্গি বুরহান ওয়ানি, কাশ্মীরের দীর্ঘদিনের বাসিন্দা মুজাফর ওয়ানির কনিষ্ঠ পুত্র ছিলেন ৷ গত ৮ জুলাই জম্মু-কাশ্মীরের অনন্তনাগের কোকেরনাগ এলাকায় সংঘর্ষে সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয় ২২ বছরের হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির ৷ মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় নাম ছিল বুরহানের ৷ তাঁর মৃত্যুর পর থেকেই প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ভূস্বর্গ ৷ শান্তি ফেরাতে বার বার কথা বলেও ব্যর্থ কেন্দ্র ৷ গত ৫১ দিন ধরে টানা কার্ফু জারি রয়েছে কাশ্মীরে ৷
advertisement
Muzaffar Wani, the father of Burhan Wani was in the ashram for the last 2 days. We discussed several issues. pic.twitter.com/IDyyxJSG83
— Sri Sri Ravi Shankar (@SriSri) August 27, 2016
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 28, 2016 11:50 AM IST