Pune: পুনের বেসরকারি অফিসের বিল্ডিংয়ে ভয়াবহ আগুন , মৃত বেড়ে ১২

Last Updated:

আগুন লাগার সময় অফিসের ভিতরে ৩৭ জন কর্মী ছিলেন বলে জানা গিয়েছে।

#পুনে: ভয়াবহ আগুন লাগল পুনের ঘোটাওয়াডে ফাটা এলাকায়। একটি বেসরকারি অফিসের বিল্ডিংয়ে আগুন লাগে। কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে আপাতত খবর পাওয়া যাচ্ছে। সোমবার বিকেলের দিকে আগুন লাগে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার মরিয়া চেষ্টা করছেন। আগুন লাগার সময় অফিসের ভিতরে ৩৭ জন কর্মী ছিলেন বলে জানিয়েছে পুনের দমকল বিভাগ। আগুন লাগার খবর পাওয়ার পরই দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।
advertisement
ইতিমধ্যে ২০ জনকে উদ্ধার করেছেন দমকল কর্মীরা। আগুনের তীব্রতা এতটাই ছিল যে স্থানীয় এলাকার আকাশ কালো ধোঁয়ায় ভরে যায়। ওই এলাকার স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে দমকলকর্মীদের সহায়তা করছেন। ওই বিল্ডিংয়ের একাধিক জায়গায় আগুন লেগেছে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকলকর্মীদের। এখনও পর্যন্ত পাঁচজন নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন দমকল কর্মীরা। দমকল বিভাগ জানিয়েছে, ওই বিল্ডিংয়ে জল ও বাড়ির মেঝে জীবানুমুক্ত করার রাসায়নিক তৈরি হত। যার জেরে আগুন দ্রুত বিল্ডিংয়ের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে আগুন আপাতত নিয়ন্ত্রণে বলে জানিয়েছে পুনের দমকল বিভাগ। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনই কিছু জানানো হয়নি অবশ্য। আপাতত নিখোঁজ পাঁচজনকে উদ্ধারের জন্য মরিয়া চেষ্টা করছেন দমকল কর্মীরা।
বাংলা খবর/ খবর/দেশ/
Pune: পুনের বেসরকারি অফিসের বিল্ডিংয়ে ভয়াবহ আগুন , মৃত বেড়ে ১২
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement