#Budget2020: LIC অংশীদারিত্ব বিক্রি করবে সরকার, ঘোষণা অর্থমন্ত্রীর

Last Updated:

আইডিবিআই ব্যাঙ্কেও নিজেদের শেয়ার বিক্রি করতে চলেছে কেন্দ্র ৷ সংসদে ঘোষণা নির্মলা সীতারমনের ৷

#নয়াদিল্লি: দেশের সবচেয়ে বড় লাইফ ইনসিওরেন্স কোম্পানি, LIC থেকে নিজেদের অংশীদারিত্ব ছাড়ছে সরকার ৷ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ঘোষণা ৷  LIC অংশীদারিত্ব বিক্রি করার পথে হাঁটছে সরকার জানালেন অর্থমন্ত্রী ৷ আইডিবিআই ব্যাঙ্কেও নিজেদের শেয়ার বিক্রি করতে চলেছে কেন্দ্র ৷ সংসদে ঘোষণা নির্মলা সীতারমনের ৷এলআইসি-ও এবার বেসরকারিকরণের পথে ৷
বহি খাতা খুলে বাজেট নথি পড়া শুরু করার আগে প্রাক্তন অর্থমন্ত্রী স্বর্গত অরুণ জেটলির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন নির্মলা সীতারমণ ৷ আগামী অর্থবর্ষের জন্য বাজেটের শুরুতেই অর্থমন্ত্রীর দাবি ৷ ‘ভাইব্র্যান্ট ইন্ডিয়া’ গড়ার লক্ষ্যে এই বাজেট ৷ অর্থনীতির বুনিয়াদ অনেক মজবুত ৷জনসাধারণের সবথেকে বেশি মূলধন খাটে যে সংস্থায় তা হল এলআইসি ৷ সেই সংস্থার ১০০ শতাংশ ৷ অংশীদারিত্ব ছিল সরকারের হাতেই ৷ এবার সেই অংশীদারিকত্ব IPO এর মাধ্যমে বিক্রি করা হবে বলে ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ৷ ভাঁড়ারে অর্থের যোগানের জন্যই LIC -এর অংশীদারিত্ব বিক্রি করা হচ্ছে বলে দাবি অর্থমন্ত্রীর ৷
advertisement
এলআইসি দেশের সবথেকে বড় বিমা কোম্পানি ৷ সরকারি অংশীদারিত্বের কারণেই এর উপর জনগণের আস্থা সবথেকে বেশি ৷ কিন্তু বিনিয়োগ বাড়াতে শেয়ার মার্কেটে LIC-এর সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ এতে বিনিয়োগকারীরা আকৃষ্ট হতে পারে ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
#Budget2020: LIC অংশীদারিত্ব বিক্রি করবে সরকার, ঘোষণা অর্থমন্ত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement