#নয়াদিল্লি: কলকাতাবাসীর জন্য বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ৷ আর্থিক ঝিমুনির আবহে সংসদে বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ৷ কলকাতা শহরের অন্যতম দুই গর্ব কলকাতা মিউজিয়াম ও কলকাতা মিন্টের সংস্কারের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী ৷
নির্মলা সীতারমনের ঘোষণা, দেশের চারটি মিউজিয়ামের সংস্কারের জন্য বিশেষ বরাদ্দ ৷ সেই তালিকায় রয়েছে কলকাতার ভারতীয় মিউজিয়ামও ৷ ইন্ডিয়াম মিউজিয়ামেরও সংস্কার করা হবে ৷ ফলে কলকাতার ভারতীয় যাদুঘরে আসতে পারে নয়া চমক ৷ সংস্কারের তালিকায় রয়েছে কলকাতা মিন্টও ৷হরিয়ানা, তামিলনাড়ু, অসম, গুজরাত ও উত্তরপ্রদেশে প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা গড়ে তোলার ঘোষণা অর্থমন্ত্রীর। ঝাড়খণ্ডে আদিবাসী মিউজিয়ম গড়ে তোলা হবে।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India Union Budget, Kolkata, Nirmala sitaraman, Union Budget 2020, Union budget 2020 date, Union budget live, Union budget live streaming, Union budget time, Union budget time schedule