Budget 2020: সোলার রুফটপ থেকে কৃষকদের সোলার পাম্প, সৌরশক্তিতেই জোর কেন্দ্রের

Last Updated:

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, 'প্রধানমন্ত্রী কুসুম যোজনা'য় প্রথম পর্যায়ে দেশের ২০ লক্ষ কৃষকদের জন্য সোলার পাম্প দেবে সরকার৷

#নয়াদিল্লি: এ বারে বাজেটে শক্তিক্ষেত্রে সবচেয়ে বেশি জোর দেওয়া হল সৌরশক্তিতে৷ পেট্রোল, ডিজেল, কয়লার দাম বাড়ার জেরে দেশের আম-আদমি নাজেহাল৷ তাই অপ্রচলিত শক্তির ব্যবহারে বিশেষ জোর দেওয়া শুরু করল সরকার৷ যার নির্যাস, কৃষকদের জন্য সৌরশক্তিচালিত পাম্প বসাবে কেন্দ্র৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, 'প্রধানমন্ত্রী কুসুম যোজনা'য় প্রথম পর্যায়ে দেশের ২০ লক্ষ কৃষকদের জন্য সোলার পাম্প দেবে সরকার৷ তাঁর কথায়, 'সোলার শক্তির সাহায্যে অনুর্বর জমিতেও ফসল ফলাতে পারবেন কৃষকরা৷'
সীতারামন জানান, অপ্রচলিত শক্তিকে ব্যবহারে জোর দেওয়া অত্যন্ত জরুরি৷ সৌর ও বায়ুশক্তিকে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় মেশিন বসানোর উপর জোর দেওয়া হবে৷ তাই সোলার পাওয়ার ও বায়ুশক্তির জন্য মেশিনগুলিকে জিএসটি-র আওতার বাইরেই রাখা হতে পারে৷
advertisement
advertisement
সৌরপ্রকল্পের জন্য জিএসটি কাউন্সিলে একটি সিদ্ধান্তের খসড়া ইতিমধ্যেই জমা করা হয়েছে৷ যাতে সৌরশক্তির জন্য যন্ত্রপাতির দাম কম করা যায়, তার জন্য বিশেষ ভাবে চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, 'অপ্রচলিত শক্তি ক্ষেত্রে এই বাজেটে আমরা বিশেষ ভাবে জোর দিচ্ছি৷ সৌরশক্তির ব্যবহার বাড়াতে সোলার রুফটপ প্রকল্পের আওতায় ১৭৫ গিগাওয়াট লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ২০২০ সালে৷'
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Budget 2020: সোলার রুফটপ থেকে কৃষকদের সোলার পাম্প, সৌরশক্তিতেই জোর কেন্দ্রের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement