Budget 2020: সোলার রুফটপ থেকে কৃষকদের সোলার পাম্প, সৌরশক্তিতেই জোর কেন্দ্রের
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, 'প্রধানমন্ত্রী কুসুম যোজনা'য় প্রথম পর্যায়ে দেশের ২০ লক্ষ কৃষকদের জন্য সোলার পাম্প দেবে সরকার৷
#নয়াদিল্লি: এ বারে বাজেটে শক্তিক্ষেত্রে সবচেয়ে বেশি জোর দেওয়া হল সৌরশক্তিতে৷ পেট্রোল, ডিজেল, কয়লার দাম বাড়ার জেরে দেশের আম-আদমি নাজেহাল৷ তাই অপ্রচলিত শক্তির ব্যবহারে বিশেষ জোর দেওয়া শুরু করল সরকার৷ যার নির্যাস, কৃষকদের জন্য সৌরশক্তিচালিত পাম্প বসাবে কেন্দ্র৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, 'প্রধানমন্ত্রী কুসুম যোজনা'য় প্রথম পর্যায়ে দেশের ২০ লক্ষ কৃষকদের জন্য সোলার পাম্প দেবে সরকার৷ তাঁর কথায়, 'সোলার শক্তির সাহায্যে অনুর্বর জমিতেও ফসল ফলাতে পারবেন কৃষকরা৷'
সীতারামন জানান, অপ্রচলিত শক্তিকে ব্যবহারে জোর দেওয়া অত্যন্ত জরুরি৷ সৌর ও বায়ুশক্তিকে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় মেশিন বসানোর উপর জোর দেওয়া হবে৷ তাই সোলার পাওয়ার ও বায়ুশক্তির জন্য মেশিনগুলিকে জিএসটি-র আওতার বাইরেই রাখা হতে পারে৷
advertisement
advertisement
সৌরপ্রকল্পের জন্য জিএসটি কাউন্সিলে একটি সিদ্ধান্তের খসড়া ইতিমধ্যেই জমা করা হয়েছে৷ যাতে সৌরশক্তির জন্য যন্ত্রপাতির দাম কম করা যায়, তার জন্য বিশেষ ভাবে চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, 'অপ্রচলিত শক্তি ক্ষেত্রে এই বাজেটে আমরা বিশেষ ভাবে জোর দিচ্ছি৷ সৌরশক্তির ব্যবহার বাড়াতে সোলার রুফটপ প্রকল্পের আওতায় ১৭৫ গিগাওয়াট লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ২০২০ সালে৷'
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2020 1:17 PM IST