সীমান্তে ৩০ লাখ টাকার সোনা সহ গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক

Last Updated:

ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় এক কেজি সোনা সহ গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক ৷ বাজেয়াপ্ত সোনার বাজার মূল্য প্রায় ২৮.২৪ লক্ষ টাকা ৷

#কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় এক কেজি সোনা সহ গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক ৷ বাজেয়াপ্ত সোনার বাজার মূল্য প্রায় ২৮.২৪ লক্ষ টাকা ৷
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে বসিরহাটের ঘোজাডাঙা এলাকা দিয়ে সীমান্ত পার হয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন শেখ জামন ৷ সোনা পাচার করতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী ১৪৪ নং ব্যাটেলিয়ানের জওয়ানদের হাতে ধরা পড়েন এই বাংলাদেশি নাগরিক ৷ সীমান্ত রক্ষী বাহিনীরা জানিয়েছে, সীমান্তে সন্দেহজনক আনাগোণার খবর পেয়েই ওই জায়গায় পৌঁছান তারা ৷
advertisement
প্রথমে পালাতে চেষ্টা করলেও পরে বামাল সমেত ধরা পড়ে যান শেখ জামাল ৷ তল্লাশি চালাতেই বিএসএফ-এর চক্ষু চড়কগাছ ৷ তাঁর কাছ থেকে উদ্ধার হয় ৯২৬.৫০ গ্রাম সোনা, যার বাজারমূল্য প্রায় তিরিশ লক্ষ টাকা ৷
advertisement
বাংলাদেশের বসিরহাট জেলার চার বারুইখালি গ্রামের বাসিন্দা শেখ জামালকে বসিরহাট পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷
advertisement
চলতি বছরে শুধু দক্ষিণবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় ১৩, ৪৬৫.০২ গ্রাম সোনা পাচারের সময় বাজেয়াপ্ত করেছে বিএসএফ ৷ যার বাজার দর প্রায় চার কোটি টাকা ৷ গত এক বছরে অন্তত ১৯ জন সোনা পাচারকারীকে হাতেনাতে ধরেছে সীমান্ত রক্ষী বাহিনী ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সীমান্তে ৩০ লাখ টাকার সোনা সহ গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement